১৮ জুলাই, শুক্রবার যেভাবে ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন
২০২৫ সালের ১৮ জুলাই তারিখে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সবাই পাবেন ১ জিবি ফ্রি ইন্টারনেট যার মেয়াদ থাকবে ৫ দিন। বিটিআরসি এই দিনটিকে 'ফ্রি ইন্টারনেট ডে' হিসাবে ঘোষণা করেছে। সুতরাং, আপনারা সবাই ফ্রিতে ১ জিবি ৫ দিন মেয়াদে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
১৮ জুলাই শুক্রবার 'ফ্রি ইন্টারনেট ডে' হিসাবে ঘোষিত হওয়া ১ জিবি ৫ দিন মেয়াদের ফ্রি ইন্টারনেট পেতে সিম ভেদে ভিন্ন ভিন্ন কোড ডায়াল করতে হবে। নিচে সকল সিমের ফ্রি ইন্টারনেট নেওয়ার কোড দেওয়া হয়েছে।
- গ্রামীণফোন: *121*1807#
- বাংলালিংক: *121*1807#
- রবি: *4*1807#
- টেলিটক: *111*1807#