এক নামে পাসপোর্ট কি ইতালি যাওয়া যায় ২০২৫
পূর্বের আর্টিকেলে ২০২৫ সালে ইতালি রিসিভুতা চেক করার নিয়ম সম্পর্কে কথা বলেছিলাম। আজকের কথা বলবো ২০২৫ সালে ইতালি কি এক নামের পাসপোর্ট যাওয়া যায় সেই বিষয়টি সম্পর্কে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি।
এক নামে পাসপোর্ট কি ইতালি যাওয়া যায় ২০২৫
সাধারণত পাসপোর্টে নামের ক্ষেত্রে দুটি স্থান থাকে, যথা: Surname (বংশগত নাম) এবং Given Name (প্রদত্ত নাম)। যখন কারো এক নাম হয় তখন পাসপোর্টে Surname (বংশগত নাম) এর স্থানে নাম থাকে এবং Given Name (প্রদত্ত নাম) অপশনটি ফাঁকা থাকে।
বর্তমানে উন্নত বিশ্বের যেকোনো Surname, Given Name বা First Name, Last Name থাকা বাধ্যতামূলক। তবে, আপনারা এক নামের পাসপোর্ট দিয়ে নুলস্থা পেতে পারেন। সেক্ষেত্রে নুলস্থায় আপনার ডাবল আসবে।
আরো পড়ুন: ইতালিতে বৈধ হওয়ার উপায় ২০২৫
অর্থাৎ, পাসপোর্টে যদি আপনার নাম হয় Anik তবে, নুলস্থায় আপনার নাম আসবে Anik Anik এরকমভাবে। এখন দেখেন পাসপোর্টে আপনার নাম 'অনিক' এবং নুলস্থায় আপনার নাম 'অনিক অনিক', এখানে কিন্তু একটি অমিল তৈরি হল। নামের এই অমিল থাকার কারণেই পরবর্তীতে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে।
অর্থাৎ, আপনি যখন ইতালির ওয়ার্ক পারমিট (নুলস্থা) পাওয়ার পর এম্বেসিতে এপয়েন্টমেন্ট নিবেন তখন এম্বাসি থেকে আপনার ভিসা রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়াও, আপনি যদি ভিসা পেয়েও যান তবুও ইতালিতে যাওয়ার পরেও নামের হের-ফের হওয়ার কারণেও সমস্যা তৈরি হতে পারে।
আরো পড়ুন: ইতালি এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত | ইতালি এম্বাসি ঢাকা ফোন নাম্বার | ইতালি এম্বাসি ঢাকা ইমেইল
সুতরাং, আমাদের পরামর্শ হলো; আপনার যদি এক নামের পাসপোর্ট হয় তবে, এটি আগে সংশোধন করে নিন এবং তারপর ইতালি যাওয়ার জন্য আবেদন করুন। তাতে করে আপনি অনেক নিরাপদ থাকতে পারবেন বা আপনার নামের কারণে পরবর্তীতে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম।
শেষ কথা
২০২৫ সালে ইতালি কি এক নামের পাসপোর্ট যাওয়া যায় কিনা সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই আর্টিকেলে। তবে, আপনাদের যদি এখনো এই বিষয়ে কোন কিছু জানার থাকে তবে, অবশ্যই কমেন্ট করে আপনার বিষয়টি আমাদের লিখে জানাবেন।