আদাম মানে কি

আদাম মানে কি
পূর্বে আর্টিকেলে হানি 'ট্র্যাপ কাকে বলে' সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আর্টিকেলে আলোচনা করব 'আদাম মানে কি' সেই বিষয়টি সম্পর্কে। তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক।

আদাম মানে কি

চাকমাদের সংস্কৃতি অনুযায়ী, মহল্লা বা পাড়াকে সাধারণত আদাম বলে হয়ে ডাকা থাকে। কয়েকটি পরিবার মিলে তৈরি হয় একটি আদাম।

যিনি আদামের নেতৃত্ব দেন তাকে বলা হয়ে থাকে; কারবারি। মৌজা প্রধান বা চাকমা গ্রাম রাজার সঙ্গে পরামর্শ করে কারবারির নিয়োগ দেওয়া হয়।

সাধারণত কারবারির কোনো বেতন বা ভাতা দেওয়া হয়না এবং আদামের সম্মান-শৃঙ্খলা রক্ষা করায় কারবারির প্রদান কাজ।

উপসংহার

আপনারা যারা আদাম মানে কি সেটি সম্পর্কে জানতে এই আর্টিকেলে এসেছিলেন আশা করি তারা আদাম সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন এবং বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। আর্টিকেলটি ভালো লাগলে এটি পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন