সৌদি এয়ারলাইন্স কত কেজি মাল নেওয়া যায় ২০২৫

সৌদি এয়ারলাইন্স কত কেজি মাল নেওয়া যায় ২০২৫
পূর্বের পোস্টগুলোতে সৌদি এয়ারলাইন্স দাম্মাম টু ঢাকা, জেদ্দা টু ঢাকা, রিয়াদ টু ঢাকা, মদিনা টু ঢাকা টিকেট প্রাইস সম্পর্কে কথা বলেছিলাম। আজকের এই পোস্টে কথা বলবো ২০২৫ সালে সৌদি এয়ারলাইন্স কত কেজি মাল নেওয়া যায় সেই বিষয়টি সম্পর্কে। সুতরাং, উক্ত বিষয়টি সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

সৌদি এয়ারলাইন্স কত কেজি মাল নেওয়া যায় ২০২৫

সৌদি এয়ারলাইন্সের 'Baggage Allowances, Hand Baggage' এই দুটি লেখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে ২৩ কেজি + ২৩ কেজি করে দুটি ব্যাগে/লাগেজে মোট ৪৬ কেজি মালামাল নেওয়া যায় এবং ৭ কেজি ওজনের হ্যান্ড ব্যাগ নেওয়া যাবে।

ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ব্যাগের/লাগেজের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা ৬২ ইঞ্চি (১৫৮ সেন্টিমিটার) এর বেশি হওয়া যাবে না। হ্যান্ড ব্যাগের সাইজ হতে হবে ৫৬ × ৪৫ × ২৫ সেন্টিমিটার বা ২২ × ১৮ × ১০ ইঞ্চির নিচে।

সৌদি এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসের ক্ষেত্রে ৩২ কেজি + ৩২ কেজি করে ২ টি ব্যাগে (লাগেজ) মোট ৬৪ কেজি মাল নেওয়া যাবে। ফার্স্ট ক্লাস এবং ইকোনমিক ক্লাসে হ্যান্ড ব্যাগ রাখা যাবে ১২ কেজি ওজনের, আর ব্রিফকেস হলে তার ওজন হতে হবে ৯ কেজির নিচে।

সর্বশেষ কথা

২০২৫ সালে সৌদি এয়ারলাইন্সে কত কেজি মাল নেওয়া যায় সেটি সম্পর্কে আজকে আপনাদেরকে সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় বা পোস্টে আলোচনা করা হয়নি এমন বিষয়ে কোন কিছু জানতে চান তবে, নিঃসংকোচে কমেন্টের মাধ্যমে সেটি আমাদের জানান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন