অনলাইনে বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক করার নিয়ম ২০২৫

অনলাইনে বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে অনলাইনে বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক করার নিয়ম সম্পর্কে আজকের পোস্টে দেখানো হবে। তাই আপনারা যারা আমার কাছে 'বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গার কিভাবে চেক করব?' এধরনের প্রশ্ন করেছিলেন তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

অনলাইনে বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক করার নিয়ম ২০২৫

অনলাইনে বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক করার নিয়ম ২০২৫
বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক ২০২৫

২০২৫ সালের নতুন নিয়মে অনলাইনের মাধ্যমে নাম্বার দিয়ে বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক করার জন্য প্রথমে 'https://old.bmet.gov.bd/BMET/biocheck' এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর 'Employee Registration Number' লেখার ডান দিকের ফাঁকা বক্সে রেজিস্ট্রেশন নাম্বার বা রিসিট নাম্বার লিখে যেকোনো ফাঁকা স্থানে ট্যাপ করতে হবে।

অনলাইনে বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক করার নিয়ম ২০২৫
বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক ২০২৫

তারপর যদি আপনার বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট ইনরোলমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে উপরের ছবির মত স্ট্যাটাস হিসাবে 'SUCCESS' লেখা দেখতে পারবেন। আর যদি আপনার BMET বায়ো ফিঙ্গার ইনরোলমেন্ট না হয় সেক্ষেত্রে স্ট্যাটাস 'Failure' দেখাবে।

আপনাদের সুবিধার্থে বলে রাখছি যে, বর্তমানে পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমইটি (BMET) ফিঙ্গার স্ট্যাটাস চেক বা দেখার কোন অপশন রাখেনি কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে ফিঙ্গার স্ট্যাটাস দেখতে হবে।

সর্বশেষ কথা

২০২৫ সালে নতুন নিয়মে অনলাইনের মাধ্যমে ধাপে ধাপে বিএমইটি (BMET) বায়ো ফিঙ্গারপ্রিন্ট চেক করার নিয়ম দেখানো হয়েছে আজকে পোস্টে। আশা করি পোস্টে আপনাদের উপকারে এসেছে। যদি পোস্টটি উপকারে মনে করেন তবে, পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন