নেসকো (NESCO) প্রিপেইড বিল চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে নেসকো (NESCO) প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে দেখাবো আজকের এই আর্টিকেলে। সুতরাং, আপনারা যারা 'নেসকো (NESCO) প্রিপেইড মিটারের বিল চেক করার নিয়ম 2025' সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
নেসকো (NESCO) প্রিপেইড বিল চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে নেসকো (NESCO) প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল চেক করার জন্য প্রথমে https://prepaid.nesco.gov.bd/login.php এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর ফাঁকা বক্সে কনজ্যুমার নাম্বার বা মিটার নাম্বার লেখার পর 'লগইন' লেখার উপর ঠিক করতে হবে।
লগইন করার পর আপনাদের সামনে উপরের ছবির মত পেইজ ওপেন হবে। এখন আপনারা যদি আপনাদের নেসকো (NESCO) প্রিপেইড মিটারের বিল পেমেন্টের রিচার্জ হিস্ট্রি দেখতে চান তবে, 'রিচার্জ হিস্ট্রি দেখুন' এই লেখার উপরে ক্লিক করতে হবে।
'রিচার্জ হিস্ট্রি দেখুন' লেখার উপর ক্লিক করলে আপনাদের সামনে উপরের ছবির মত ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনারা আপনাদের নেসকো (NESCO) মিটারে কবে কত টাকা রিচার্জ করেছেন, অবশিষ্ট ব্যালেন্স সহ যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন।
তারপর আপনারা যদি নেসকো (NESCO) মিটারে কোন মাসে কত টাকা বিল দিয়েছেন বা কত টাকা ব্যবহার করেছেন সেই সংক্রান্ত তথ্য জানতে চান তবে, 'মাসিক ব্যবহার দেখুন' এই লেখার উপর ক্লিক করতে হবে।
সর্বশেষ কথা
২০২৫ সালে নেসকো (NESCO) প্রিপেইড বিল চেক করার নিয়ম সম্পর্কে আজকে সহজ ভাবে আপনাদের বুঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় বা NESCO বিল চেক করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হন তবে, অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না।