টিটিসি ড্রাইভিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়ে থাকে?
পূর্বের পোস্টে 'টিটিসি ট্রেনিং সার্টিফিকেট চেক করার নিয়ম বা ডাউনলোড করার নিয়ম ২০২৫' সম্পর্কে তথ্য প্রদান করেছিলাম। আজকে পোস্টে তথ্য প্রদান করা হবে 'টিটিসি ড্রাইভিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়ে থাকে?' সেই বিষয়টি সম্পর্কে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি।
টিটিসি ড্রাইভিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়ে থাকে?
২০২৫ সালে টিটিসি ড্রাইভিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত যানবাহন এবং ট্রাফিক সাইন হয়ে থাকে। তাই আপনাদের ড্রাইভিং ভর্তি পূর্বে যানবাহন, যানবাহনের ইঞ্জিন এবং ট্রাফিক সাইন সম্পর্কে পড়াশোনা করার চেষ্টা করবেন। আপনাদের সুবিধার্থে নিচে টিটিসি ড্রাইভিং ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হয় সেটির ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
১। কুলিং ফ্যানের কাজ কী?
- রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা।
২। টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে?
- ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা।
৩। মোটরযান স্টার্ট না হওয়ার কারণ কী?
- প্রয়োজনীয় জ্বালানী না থাকলে।
৪। ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েল লেভেল কম থাকলে কী হতে পারে?
- ব্রেক ফেল
৫। ক্লাচের কাজ কী?
- ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা।
৬। এয়ার ক্লিনারের কাজ কি?
- বাতাস পরিস্কার করা।
৭। টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন?
- (ক) চাকার এলাইনমেন্ট সঠিক না থাকলে
- (খ) চাকার হাওয়া কম-বেশী থাকিলে
- (গ) অতিরিক্ত মালামাল বহন করিলে
- (ঘ) উপরের সবগুলো ✅
৮। মবিলের কাজ কি?
- (ক) ইঞ্জিনের ঘূর্ণয়ামান যন্ত্রাংশকে পিচ্ছিল করা
- (খ) ঘূর্ণমান যন্ত্রাংশের ক্ষয়রোধে করে
- (গ) ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে
- (ঘ) উপরের সবগুলো ✅
৯। পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি?
- ১টি
১০। সাইলেন্সারের কাজ কি?
- শব্দকে নিয়ন্ত্রণ করা।
১১। ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহৃত হয়?
- পানি
১২। গিয়ার স্লিপ করার কারণ কী?
- (ক) গিয়ারের দাঁত ভাঙ্গা থাকিলে
- (খ) ক্লাচ ঠিক মতো কাজ না করলে
- (গ) গিয়ার ভালোভাবে সংযোগ না হলে
- (ঘ) উপরের সবগুলো ✅
১৩। ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?
- এয়ার লক
১৪। স্পার্ক প্লাগ কোথায় থাকে?
- পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে।
১৫। ফুয়েল ও বাতাসের নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে-
- কার্বুরেটর
১৬। রেডিয়েটরের কাজ কী?
- পানি ঠান্ডা করা।
১৭। বাধ্যতামূলক না বোধক চিহ্ন থাকে?
- লাল বৃত্তে
১৮। রাস্তায় আলোক সংকেত যেভাবে আসে তা হলো?
- লাল-সবুজ-হলুদ
১৯। লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভিতর ৫০ কিঃ মিঃ লেখা থাকিলে কী বুঝায়?
- সর্বোচ্চ গতি সীমা ৫০ কিঃ মিঃ
২০। অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দায়িত্ব কী?
- মোটরযান থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে।
২১। রাস্তার মাঝখানে অখন্ডিত একটি সাদা দাগ থাকলে কী করণীয়?
- ওভার টেক করা যাবে না।
২২। ফোরহইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয়?
- পিচ্ছিল, কর্দমাক্ত রাস্তায়।
২৩। লেভেলক্রসিং ও রেলক্রসিং কত প্রকার?
- ২ প্রকার
২৪। নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?
- তথ্যমূলক সাইন
২৫। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?
- ৩ প্রকার
২৬। সবুজ আয়তক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি?
- সাধারণ তথ্য প্রদান করে।
২৭। মোটরযান চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলতে দেখলে-
- থামার জন্য প্রস্তুতি নিতে হবে।
২৮। ড্রাইভিং লাইসেন্সের ধরন-
- পেশাদার ও অপেশাদার।
২৯। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
- ১৮ বছর
৩০। কোন জায়গায় অবশ্যই হর্ণ বাজাতে হবে?
- অন্ধ বাঁকে
৩১। ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাতে হেড লাইট জ্বালাতে হয় কেন?
- গাড়ির অবস্থায় বোঝানোর জন্য।
৩২। বাজার এলাকায় অতিক্রমের সময়ে গাড়ির গতিবেগ কত থাকা উচিৎ?
- ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা।
৩৩। মোটরযান থামানো এবং মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার ক্ষমতা কাকে দেয়া হয়েছে?
- সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার নিচে নয় এমন কোনো পুলিশ অফিসার বা, ক্ষেত্রমত, কর্তৃপক্ষ কর্তৃক।
৩৪। চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কী?
- সুবিধা মতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে।
৩৫। ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কী পরিবর্তন অবশ্যই আবশ্যক?
- ইঞ্জিন ওয়েল ফিল্টার।
৩৬। ইঞ্জিনের মবিল কত কিঃ মিঃ চালানোর পর বদল করা উচিত?
- প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল/হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল/কিলোমিটার চলার পর।
৩৭। মোটরযানে ব্যবহৃত ব্যাটারিতে ইলেক্ট্রোলাইড এর লেভেল কমে গেলে কী ব্যবহার করতে হবে?
- ডিস্টিল্ড ওয়াটার।
৩৮। হেড লাইট না জ্বললে প্রথমে কী চেক করতে হয়?
- নির্ধারিত ফিউজ।
৩৯। টায়ার বার্স্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য-
- এক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টিয়ারিং ধরে রাখা।
৪০। মোটরযানের গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই-
- ক্লাচ পেডেল চাপ দিতে হবে
এছাড়াও, আপনাদের সুবিধার্থে উপরে সতর্কতামূলক ট্রাফিক সাইনের একটি ছবি সংযুক্ত করেছি। অবশ্যই ছবিটি ভালোভাবে দেখবেন এবং সমস্ত ট্রাফিক সাইনগুলোর কাজ সম্পর্কে জানতে হবে। কারণ, টিটিসি ড্রাইভিং ভর্তি পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন ট্রাফিক সাইন সম্পর্কিত হয়ে থাকে।

