ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান টিকেট চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে মোবাইলের মাধ্যমে ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান টিকেট চেক করার নিয়ম সম্পর্কে দেখাবো আজকের পোস্টে। তাই আপনারা যারা ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ার টিকেট চেক করার ব্যাপারে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে দেখুন।
ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান টিকেট চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান টিকেট চেক করার জন্য প্রথমে গুগল প্লে বা অ্যাপল স্টোর থেকে 'US-Bangla Airlines' অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। তারপর অ্যাপ ওপেন করে নিচের অপশনগুলো থেকে 'Check In' লেখার উপর ক্লিক করতে হবে।
এখন 'SEARCH YOUR FLIGHT' বাটনে ক্লিক করতে হবে। তারপর 'Reservation number' সিলেক্ট করে নিচের ফাঁকা বক্সে রিজার্ভেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার লিখুন। তারপর 'Last name' এর নিচের ফাঁকা বাক্সে নামের শেষের অংশ লিখে 'Check-in' বাটনে ক্লিক করলেই ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান টিকিটের স্ট্যাটাস দেখতে পারবেন।
আর আপনারা যদি ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকেট নাম্বারের মাধ্যমিক টিকিট চেক করতে চান তবে, 'Ticket Number' অবসর সিলেক্ট করে নিচের ফাঁকা বাক্সে টিকিট নাম্বার এবং তারপরের ফাকা বক্সে নামের শেষের অংশ লিখে 'Check-in' লেখায় ক্লিক করলেই টিকিটের স্ট্যাটাস দেখতে পারবেন।
সর্বশেষ কথা
২০২৫ সালে মোবাইলের মাধ্যমে সহজ সবচেয়ে উপায়ে ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান টিকেট চেক করার নিয়ম দেখিয়েছি আজকের পোস্টে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।




