সালাম সিমের ইন্টারনেট সেটিং

সালাম সিমের ইন্টারনেট সেটিং
২০২৫ সালে সঠিক ভাবে সৌদি আরবের সালাম সিমের ইন্টারনেট সেটিং কিভাবে করতে হয় সেই ব্যাপারে আজকের আর্টিকেলে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা 'সালাম সিমের নেট সেটিং' এর ব্যাপারে জানতে চান তারা আর্টিকেলটি পড়তে থাকুন।

সালাম সিমের ইন্টারনেট সেটিং

সালাম সিমের ইন্টারনেট সেটিং

সালাম সিমের ইন্টারনেট সেটিং করার জন্য প্রথমে আপনার মোবাইলের 'APN' বা 'Access Point Names' অপশনে যেতে হবে। তারপর উপরের ছবিতে দেখানো উপায়ে বা 'ADD' লেখার উপর ক্লিক করতে হবে। মনে রাখবেন, মোবাইলের ব্র্যান্ড বেদে অপশনটি ভিন্ন ভিন্ন ভাবে থাকতে পারে। আমাদের মোবাইলটি স্যামসাং ব্রান্ডের ছিল।

সালাম সিমের ইন্টারনেট সেটিং

এখন 'Name' লেখার উপর ক্লিক করে 'Salam 4G' বা আপনার ইচ্ছামত যেকোনো নাম লিখতে পারেন। তারপর 'APN' লেখার উপর ক্লিক করে 'salam' লিখে 'OK' লেখার উপর ক্লিক করতে হবে।

সালাম সিমের ইন্টারনেট সেটিং

সবশেষে এখন থ্রি লাইন মেনুতে ক্লিক করে 'Save' লেখার উপর ক্লিক করে সেটিংসটি সেভ করতে হবে। তারপর উপরের ছবিতে দেখানো স্থানে ক্লিক করে সালাম সিমের ইন্টারনেট সেটিং সিলেক্ট করে নিতে হবে। আর হ্যাঁ, সালাম সিমের নেট সেটিং করার পরে অবশ্যই মোবাইলটি ফোন-অফ করে নেবেন।

উপসংহার

কিভাবে সহজ ও সঠিকভাবে সালাম সিমের নেট সেটিং করবেন সে ব্যাপারে আর্টিকেলে বিস্তারিত বলার চেষ্টা করেছি। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার ব্যাপারে লিখে জানাতে পারেন। আর পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url



আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন