সৌদি আরবের তাসির ফিঙ্গার দিতে কি কি লাগে ২০২৫

সৌদি আরবের তাসির ফিঙ্গার দিতে কি কি লাগে ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের তাসির ফিঙ্গার দিতে কি কি লাগে সেই ব্যাপারে আজকের পোস্টে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা 'তাসির (Tasheer) ফিঙ্গারপ্রিন্ট দিতে কি কি কাগজপত্র লাগে' সেটি সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

তাসির ফিঙ্গার দিতে কি কি লাগে ২০২৫

২০২৫ সালে সৌদি আরবের তাসির (Tasheer) ফিঙ্গার প্রিন্ট দিতে আপনাদের ডকুমেন্টস হিসেবে যে যে কাগজপত্র লাগবে সেগুলো হলো: পাসপোর্ট, মেডিকেল স্লিপ এবং মোফা কপি।

আর সৌদির তাসির ফিঙ্গার দিতে নরমাল ফিঙ্গারের জন্য লাগবে ৬৩৮ টাকা এবং লাউঞ্জ ফিঙ্গারের ক্ষেত্রে খরচ হবে ২,১২৮ টাকা। আপনারা যারা ফিঙ্গার দিবেন তারা সকালে তাসির সেন্টারে যাবেন তারপর সেখানে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল বাই সিরিয়াল ফিঙ্গার দিতে হবে।

বর্তমানে বাংলাদেশে সৌদির তাসির সেন্টার রয়েছে মোট ৩ টি। আপনারা যারা তাসির সেন্টারের ঠিকানা সম্পর্কে জানেন না তারা আমাদের 'তাসির সেন্টার ঢাকা, চট্টগ্রাম এবং যমুনা ফিউচার পার্ক কোথায় অবস্থিত? এর ঠিকানা, ইমেইল এড্রেস!' শিরোনামের এই পোস্টটি পড়ে নিতে পারেন।

শেষ কথা

২০২৫ সালে সৌদি আরবের তাসির ফিঙ্গার দিতে কি কি লাগে সেই ব্যাপারে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, আমাদেরকে লিখে জানাতে পারেন। এছাড়াও, চাইলে পোস্টটি বন্ধু বা পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন