বিদেশ থেকে টিভি আনা যাবে ২০২৫ | বিদেশ থেকে কয়টি ল্যাপটপ আনা যাবে 2025
পূর্বের আর্টিকেলে 'বিদেশ থেকে কি কি আনা যাবে ২০২৫' সেটি সম্পর্কে কথা বলেছিলাম। আজকের আর্টিকেলে বিদেশ থেকে টিভি আনা যাবে ২০২৫ এবং বিদেশ থেকে কয়টি ল্যাপটপ আনা যাবে 2025 সেই বিষয়দুটি সম্পর্কে কথা বলবো।
বিদেশ থেকে টিভি আনা যাবে ২০২৫
বাংলাদেশ কাস্টমস এবং জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) এর তথ্যমতে, ২০২৫ সালে বিদেশ থেকে টিভি আনা যাবে তবে, শুল্ক বাদে সর্বোচ্চ ২৯ ইঞ্চির টেলিভিশন নেওয়া যাবে। কিন্তু, আপনারা চাইলে শুল্ক প্রদানের মাধ্যমে যেকোনো সাইজের টেলিভিশন বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। নিচে বিদেশ থেকে টিভি আনতে কত ইঞ্চিতে শুল্ক কত লাগবে সেটি দেওয়া হল।
টিভির সাইজ | শুল্কের পরিমাণ |
২৯ ইঞ্চি পর্যন্ত | শুল্ক বাদে |
৩০ ইঞ্চি – ৩৬ ইঞ্চি | ১০,০০০ টাকা |
৩৭ ইঞ্চি – ৪২ ইঞ্চি | ২০,০০০ টাকা |
৪৩ ইঞ্চি – ৪৬ ইঞ্চি | ৩০,০০০ টাকা |
৪৭ ইঞ্চি – ৫২ ইঞ্চি | ৫০,০০০ টাকা |
৫৩ ইঞ্চি – ৬৫ ইঞ্চি | ৭০,০০০ টাকা |
৬৬ ইঞ্চি – উপরে | ৯০,০০০ টাকা |
আরো পড়ুন: বিদেশ থেকে কি কি আনা যাবে ২০২৫
বিদেশ থেকে কয়টি ল্যাপটপ আনা যাবে 2025
নতুন নিয়ম অনুসারে, ২০২৫ সালে বিদেশ থেকে বাংলাদেশে একটি ইউপিএস সহ ডেস্কটপ/ল্যাপটপ আনা যাবে। তবে, সেখানে বিদেশ থেকে কয়টি ল্যাপটপ আনা যাবে সেটি উল্লেখ করা হয়নি।
আপনারা যদি বিদেশ থেকে একের অধিক ডেস্কটপ/ল্যাপটপ আনতে চান তবে, অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বলে নিবেন। হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হেল্পলাইন নাম্বার হলো: 13600 এবং +8809614-013600 এটি।
সর্বশেষ কথা
২০২৫ সালে বিদেশ থেকে টিভি আনা যাবে এবং বিদেশ থেকে কয়টি ল্যাপটপ আনা যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি, আপনারা যারা উক্ত বিষয়দুটি সম্পর্কে জানতেন না তাদের জন্য আর্টিকেলটি উপকারে এসেছে। এই বিষয় সম্পর্কে আরো কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।