নেদারল্যান্ডসের কোন বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী আছে?
নেদারল্যান্ডসের কোন বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী আছে, নেদারল্যান্ডসের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে এই ব্লগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা শুরু করা যাক।
নেদারল্যান্ডসের কোন বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী আছে?
এডুকেশন ওয়েবসাইট Erudera.com থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয় গুলোতে মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০২৫ সালে নেদারল্যান্ডসের মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১২২,২৮৭ জন। এর মধ্যে ব্যাচেলর প্রোগ্রামে রয়েছে ৮৫,২৯৬ জন এবং মাস্টার্স প্রোগ্রামে ৩৬,৯৯১ জন।
বর্তমানে ১৩,৭৮৮ জন শিক্ষার্থী নিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে (University of Amsterdam) সবচেয়ে বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে। ১২,০৯৫ জন স্টুডেন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয় (Maastricht University)। এছাড়াও, গ্রোনিংগেন বিশ্ববিদ্যালয় (University of Groningen) ৯,৪২২ জন শিক্ষার্থী নিয়ে তৃতীয় অবস্থানে আছে।
নিচে নেদারল্যান্ডসের কোন বিশ্ববিদ্যালয়ে কত জন আন্তর্জাতিক শিক্ষার্থী আছে সেটির একটি পূর্নাঙ্গ তালিকা প্রদান করা হল।
- আমস্টারডাম বিশ্ববিদ্যালয় = ১৩,৭৮৮ জন
- মাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয় = ১২,০৯৫ জন
- গ্রোনিংগেন বিশ্ববিদ্যালয় = ৯,৪২২ জন
- ইরাসমাস বিশ্ববিদ্যালয় রটারডাম = ৭,৭৩৯ জন
- ডেলফ্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি = ৬,৭৩৩ জন
- লিডেন বিশ্ববিদ্যালয় = ৬,৪৯১ জন
- ভিইউ আমস্টারডাম = ৬,১১০ জন
- ফন্টিস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস = ৫,৯৬৩ জন
- উট্রেখ্ট ইউনিভার্সিটি = ৫,৪৮২ জন
- টিলবার্গ ইউনিভার্সিটি = ৪,৪৪২ জন
নেদারল্যান্ডসের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি?
আমস্টারডাম বিশ্ববিদ্যালয় (University of Amsterdam) নেদারল্যান্ডসের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৪৪,০০০+ বেশি শিক্ষার্থীর পড়াশোনা করছেন। এর মধ্যে ১৩,৭৮৮ জন রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থী। ১৬৩২ সালে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম নামের সাথে মিল রেখে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়।
পরিশেষে কিছু কথা
নেদারল্যান্ডসের কোন বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী আছে এবং নেদারল্যান্ডসের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি সেই দুটি বিষয় সম্পর্কে এই লেখায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। লেখাটি আপনাদের কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট করে লিখে জানাতে পারেন।