সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানি কেমন | ইনিশিয়াল কোম্পানি কিভাবে কাজ করে

সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানি কেমন | ইনিশিয়াল কোম্পানি কিভাবে কাজ করে
সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানি কেমন?, ইনিশিয়াল কোম্পানি কিভাবে কাজ করে?, ইনিশিয়াল সৌদি গ্রুপের মালিক কে? সেই বিষয়গুলো সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা 'ইনিশিয়াল কোম্পানি সৌদি আরব' সম্পর্কে জানতে আগ্রহীরা সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।

সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানি কেমন

ইনিশিয়াল হলো সৌদি আরবের একটি ম্যানপাওয়ার কোম্পানি। সৌদি আরবের ইনিশিয়াল তাদের যাত্রা শুরু করে ১৯৮৩ সালে। ইনিশিয়াল সৌদি গ্রুপ নামের এই কোম্পানিটি বর্তমানে ১,৪০০+ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। ইনিশিয়াল একটি ISO সার্টিফাইড কোম্পানি।

সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানি মূলত একটি সাপ্লাই কোম্পানি। সৌদি আরবের যতগুলো সাপ্লাই কোম্পানি আছে তার মধ্যে অন্যতম ইনিশিয়াল। ইনিশিয়াল কোম্পানি সরাসরি বাংলাদেশ সহ অনন্য দেশ থেকে ভিসা দিয়ে লোক নিয়ে আসে এবং তাদের সঙ্গে পার্টনারশিপ থাকা কোম্পানিতে চাকরি দেয়।

ইনিশিয়াল কোম্পানি কিভাবে কাজ করে?

ইনিশিয়াল কোম্পানির সরাসরি কোন কাজ বা কন্টাক্ট নেই। তারা মূলত চাকরিদাতা এবং চাকরি প্রত্যাশীর মধ্যে একটি এজেন্সি হাব বা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। যারা চাকরি খুজছেন তাদেরকে ভিসা দিয়ে যেসব কোম্পানির কাজের লোক লাগবে তাদেরকে সাপ্লাই দেওয়ার কাজটিই করে থাকে সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানি।

সৌদি আরবের প্রায় সকল শহরে ইনিশিয়াল কোম্পানির কার্যক্রম চালু রয়েছে। এই কোম্পানির মাধ্যমে দীর্ঘ প্রায় ১০ বছর, ২০ বছর, ২৫ বছর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা কর্মরত রয়েছে। ইনিশিয়াল কোম্পানি টেকনিশিয়ান, লেবার, ক্লিনার, সিকিউরিটি সার্ভিস সহ অন্যান্য কাজের জন্য ভিসা প্রদান করে থাকে।

ইনিশিয়াল কোম্পানি বেতন কত

ইনিশিয়াল কোম্পানিতে আপনার বেতন কত হবে সেটি সঠিক ভাবে বলা সম্ভব নয়। কারণ, আপনার আপনার বেতন কত হবে সেটি কাজ ধরন, কাজের অভিজ্ঞতা সহ ইত্যাদি জিনিসগুলো উপর নির্ভর করে।

ইনিশিয়াল কোম্পানি স্যালারি (বেতন) কেউ নিশ্চিত করতে পারবে না কারণ একেকজনের একেক ধরনের স্যালারি। এমনও লোক আছে যারা ইনিশিয়াল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে ৫০০/৬০০ রিয়ালে আসছে বর্তমানে তার বেতন ২,০০০ থেকে ২,৫০০ রিয়াল।


কারণ, ইনিশিয়াল কোম্পানির প্রতিটি সাইটের বেতন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে, ইনিশিয়াল কোম্পানি বাংলাদেশের ক্ষেত্রে ক্লিনার স্যালারির যেই ক্যাটাগরি রয়েছে সেই কথা বলেই নিয়ে আসে। তবে, সৌদি আরবে যাওয়ার পরে যখন যে যেই সাইটে কাজ করবে সেই কন্ট্রাক্ট হিসাবেই হিসাবে সে বেতন পাবে।

এমন অনেক মানুষ রয়েছে যারা ইনিশিয়াল কোম্পানির মাধ্যমে সৌদি আরবে গিয়ে প্রতিমাসে গড়ে ৩,০০০ রিয়াল বেতন পাচ্ছে। আবার, এমনও অনেকে আছে যারা ৬০০/৬৫০ রিয়াল বেতন পাচ্ছে। কাজেই, ইনিশিয়াল কোম্পানির মাধ্যমে সৌদি আরবে গিয়ে আপনি কত বেতন পাবেন সেটি বলা প্রায় অসম্ভব।

ইনিশিয়াল কোম্পানি সুযোগ সুবিধা

ইনিশিয়াল কোম্পানি যত সৌদি আরবে একটি স্বনামধন্য কোম্পানি সুতরাং, তাদের সুযোগ-সুবিধা গুলোও তুলনামূলক ভালো। ইনিশিয়াল কোম্পানি ২ বছর পর পর ছুটি দিবে। ইনিশিয়াল কখনোই আপনার আলামা বা সেলারি (বেতন) আটকাবে না।

ইনিশিয়াল সৌদি গ্রুপের মালিক কে?

ইনিশিয়াল কোম্পানি বা ইনিশিয়াল সৌদি গ্রুপের মালিক হলো সৌদি আরবের ওমর কাসেম আলেসায়ী গ্রুপ। সৌদি আরবের ওমর কাসেম আলেসায়ী গ্রুপের মালিকের নাম হলো: শেখ ওমর কাসেম আলেসায়ী।

উপসংহার

ইনিশিয়াল কোম্পানি সৌদি আরব সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছে। আশা করি, সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানি সম্পর্কে লেখা আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হতে পেরেছেন। আর্টিকেলটি উপকৃত মনে হলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন