২০২৫ সালে সৌদি আরব আরামকো কোম্পানি নিয়োগ, বেতন কত, কাজ কি, ডিউটি কত ঘন্টা, সুযোগ-সুবিধা কি
২০২৫ সালে সৌদি আরবের আরামকো (Aramco) কোম্পানি কেমন, এর নিয়োগ প্রক্রিয়া বা কাজের যোগ্যতা, বেতন কত, কাজ কি, ডিউটি কত ঘন্টা, সুযোগ-সুবিধা কি সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করবো। সুতরাং, যারা সৌদি আরবের আরামকো (Aramco) কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে চান তার সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
সৌদি আরবের আরামকো কোম্পানি কেমন?
বর্তমানে আরামকো কোম্পানি সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে তাদের অপারেশন পরিচালনা করছে। সৌদি আরবের স্বনামধন্য কোম্পানি গুলোর মধ্যে আরামকো অন্যতম। অনেকে আরামকো একটি সাপ্লাই কোম্পানি বলে মনে করেন তবে, এটি কিন্তু কোন সাপ্লাই কোম্পানি নয়।
আরামকো (Aramco) কোম্পানি সরাসরি নিজেরাই তাদের কোম্পানিতে লোকবল নিয়ে করে থাকে। অনেকে সৌদি আরবের ১ নাম্বার কোম্পানি হিসাবেও আরামকো কোম্পানিকে চেনে। আপনার যদি একবার আরামকো কোম্পানিতে চাকরি নিতে পারেন তবে, সৌদি আরবে আপনি মোটামুটি সেটেল।
যেহেতু আরামকো (Aramco) কোন সাপ্লাই কোম্পানির নয় সুতরাং, সেখানে আপনার মোটামুটি ভালো বেতন পাবেন, সুযোগ-সুবিধা সহ সব কিছুই মোটামুটি ভালো মানের হবে। নিচে সৌদি আরবের আরামকো সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে সুতরাং, আর্টিকেলটি কন্টিনিউ করুন।
সৌদি আরবের আরামকো কোম্পানি নিয়োগ প্রক্রিয়া বা চাকরি পাওয়ার উপায় ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের আরামকো (Aramco) সরাসরি নিজেরাই নিয়োগ দিয়ে থাকে। আপনি যদি আরামকো কোম্পানিতে নিয়োগ পেতে চান তবে, অবশ্যই আপনি কাজের দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। যেমন; আপনি যদি ড্রাইভিং পেশায় আরামকো কোম্পানিতে নিয়োগ পেতে চান তবে, আপনার ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাগজপত্র থাকতে হবে।
আপনি যদি ইলেকট্রিক কাজের জন্য সৌদির আরামকো (Aramco) কোম্পানিতে নিয়োগ পেতে চান তবে, অবশ্যই আপনার ইলেকট্রিক কাজের সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ, আপনি আরামকো কোম্পানিতে যে কাজে যেতে চান সেই কাজের একটি দালিলিক প্রমাণ বা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে।
কিন্তু, আপনি যদি কোন প্রকার সার্টিফিকেট বাদে আরামকো (Aramco) কোম্পানিতে নিয়োগ পেতে চান তবে, আপনাকে ক্লিনার বা এই ধরনের পদের জন্য এপ্লাই করতে হবে।
আরামকো কোম্পানির বেতন কত 2025
২০২৫ সালের সৌদি আরবের আরামকো (Aramco) কোম্পানিতে যেয়ে আপনার বেতন কত হবে সেটি বলা প্রায় অসম্ভব কারণ, বেতন নির্ভর করে আপনার কাজের উপর। অর্থাৎ, আপনি আরামকো কোম্পানিতে কি কাজ করছেন, কোন পদে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা কতদিনের – সেইসব বিষয়গুলোর উপর ভিত্তি করেই মূলত আরামকো কোম্পানিতে আপনার বেতন নির্ধারিত হবে।
তবে, আপনাদের একটি গড় ধারণা দেয়ার জন্য বলছি; বর্তমানে সৌদি আরবের আরামকো কোম্পানির গড় মাসিক বেতন সর্বনিম্ন ১,৫০০ রিয়াল থেকে সর্বোচ্চ ৫,০০০ রিয়াল বা তারও বেশি। সৌদি আরবের আরামকো কোম্পানির বেতন সাধারণত প্রতি মাসের ১/২ তারিখের মধ্যে দেওয়া হয়।
সৌদি আরবের আরামকো কোম্পানিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা
সৌদি আরবের আরামকো কোম্পানিতে চাকরি (নিয়োগ) পাওয়ার জন্য জেএসসি (JSC) হল সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা। তবে, বাংলাদেশের শিক্ষায় যেহেতু বর্তমানে জেএসসি (JSC) সিস্টেম নেই সুতরাং বর্তমানে হিসাব করলে এসএসসি (SSC) হল সৌদি আরবের আরামকো নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা।
সৌদি আরবের আরামকো (Aramco) কোম্পানি মূলত শিক্ষাগত যোগ্যতার চেয়ে অভিজ্ঞতা বা কাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। সুতরাং, আপনি যদি কোন কাজে দক্ষ হন এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে সার্টিফিকেট থাকে তবে, আশা করি আপনার আরামকো কোম্পানিতে নিয়োগ পেতে কোন সমস্যা হবে না।
আরো পড়ুন: সৌদি আরব থেকে কত গ্রাম স্বর্ণ নেওয়া যায় বাংলাদেশে ২০২৫ | বিদেশ থেকে স্বর্ণ আনার নিয়ম 2025
আরামকো কোম্পানি ডিউটি কত ঘন্টা
সৌদি আরবের আরামকো কোম্পানিতে সাধারণত ডিউটি হয়ে থাকে ৮ ঘন্টা। কিন্তু, আপনার কাজ যদি ৮ ঘণ্টার উপরে থাকে তবে, ৮ ঘন্টার উপরে আপনি যতক্ষণ কাজ করবেন সেটিকে ওভারটাইম হিসেবে গণ্য করা হবে। ওভার টাইমের বেতন পাবেন আপনার বেসিক স্যালারির উপর ভিত্তি করে।
সৌদি আরবের আরামকো কোম্পানির সুযোগ-সুবিধা গুলো কি কি
সৌদি আরবের আরামকো কোম্পানিতে আপনি সকল ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আরামকো (Aramco) কোম্পানিতে আপনারা বেতনের পাশাপাশি থাকা-খাওয়া, বোনাস, যাতায়াত খরচ, ঈদ বোনাস, ছুটির বেতন, রিটারমেন্ট বোনাস সহ ইত্যাদি সুযোগ-সুবিধা পেয়ে যাবেন।
আরো পড়ুন: সৌদি থেকে বাংলাদেশে কয়টি মোবাইল নেওয়া যায় ২০২৫ | এয়ারপোর্টে কয়টা মোবাইল নেওয়া যায় 2025
সৌদি আরবের আরামকো কোম্পানির কাজ কি কি ২০২৫
সৌদি আরবের আরামকো (Aramco) কোম্পানি মূলত তেল এবং পেট্রোলের কাজ করে থাকে। আরামকো কোম্পানিতে আপনারা যে যে ক্যাটাগরির কাজ করতে পারবেন সেগুলো হলো: ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, ক্লিনার, প্লাম্বার, ওয়েল্ডিং এর কাজ, এসি রিপেয়ারিং ইত্যাদি। তবে, হ্যাঁ যেসব কাজে অভিজ্ঞতা প্রয়োজন পড়ে সেসব কাজে অবশ্যই আপনার কাজের সার্টিফিকেট থাকা লাগবে।