২০২৫ সালে নেদারল্যান্ডস ট্যুরিস্ট, স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা পেতে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে
২০২৫ সালে নেদারল্যান্ডস ট্যুরিস্ট, স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা পেতে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে সেটি সম্পর্কে অনেকেই জানেন না। আবার অনেকে এটি সম্পর্কে জানতে গুগলে সার্চ করে থাকেন। সুতরাং, আজকের এই পোস্টে ২০২৫ সালে নেদারল্যান্ডস ভিসা পেতে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় সেটি সম্পর্কে বলবো।
২০২৫ সালে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে স্টুডেন্ট ভিসার মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে কোন প্রকার ব্যাংক স্টেটমেন্ট লাগেনা। তবে, নেদারল্যান্ডসের ট্রাভেল (ভিজিট) এবং ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এখন প্রশ্ন হলো কত মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে!
নেদারল্যান্ডস, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশ, যাদের ভিসার পেতে ব্যাংক স্টেটমেন্ট এর প্রয়োজন পড়ে সেই সকল বেশিরভাগ দেশগুলোতে সাধারণত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে। আরও সহজ ভাবে বলতে গেলে নেদারল্যান্ডসে টুরিস্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হলে আপনার ন্যূনতম ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।