নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন ২০২৫
২০২৫ সালে নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন সেটি সম্পর্কে আজকের লেখায় আলোচনা করা হবে। যেহেতু প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে স্টুডেন্ট ভিসার মাধ্যমে আবেদন করে থাকেন এবং সেখানে পড়াশোনা করতে চান। সুতরাং, বিষয়টি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন ২০২৫
২০২৫ সালে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসার জন্য সাধারণত দুই ভাবে আবেদন করা যায়, যথা: এজেন্সির মাধ্যমে এবং ঘরে বসে নিজে নিজে https://www.studielink.nl/ ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইট থেকে আপনারা নেদারল্যান্ডসের যেকোনো বিশ্ববিদ্যালয়ের Requirement সম্পর্কে জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন।
নতুন নিয়ম অনুসারে নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে আবেদন করতে হবে সেটি সম্পর্কে জানার জন্য Studielink এর পূর্ণাঙ্গ গাইড রয়েছে, গাইড দেখার জন্য https://info.studielink.nl/en/how-to-use-studielink/step-by-step-plans লিংকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে নিন।
আরো পড়ুন: নেদারল্যান্ডস সবচেয়ে সস্তা বিশ্ববিদ্যালয় কোনটি | নেদারল্যান্ডসের সবচেয়ে সস্তা শহর কোনটি
নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া
বছরের ২ সময় আপনারা নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বা বছরে দুটি ইনটেক (Intake) থাকে। একটি ইনটেক (Intake) থাকে বছরের শুরুতে ফেব্রুয়ারি-মার্চ মাসে এবং আরেকটি থাকে সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে। আপনার চেষ্টা করবেন সেপ্টেম্বর ইনটেক (Intake) এর জন্য এপ্লাই করার।
নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার কয়েক সপ্তাহ পরে আপনাকে অফার লেটার দিবে। তারপর আপনাকে ব্লক মানি (Block Money) দিতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি দেওয়া লাগতে পারে। এছাড়াও, তারা আপনাকে একটা ইন্টারভিউ নিবে IND (Immigration and Naturalisation Service) ইস্যু করার আগে।
আপনারা ব্লক মানি (Block Money) পরিশোধ করার আনুমানিক ৩/৪ সপ্তাহ পরে IND হাতে পেয়ে যাবেন। তারপর আপনাকে নেদারল্যান্ডস এম্বাসিতে এপয়েন্টমেন্ট নিতে হবে এবং আপনার পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার ২/৩ সপ্তাহ পরে তারা পাসপোর্টে সিল মেরে দিবে। তারপর আপনি স্টুডেন্ট ভিসার মাধ্যমে নেদারল্যান্ডসে যাওয়ার জন্য প্রস্তুত।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন সেটি সম্পর্কে আপনাদের সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছি এই আর্টিকেলে। আপনাদের যদি এখনও নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে কোন প্রশ্ন থাকে তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাবেন।