বিদেশ থেকে স্বর্ণ আনার নিয়ম ২০২৫ | শুল্ক ছাড়া কতটুকু স্বর্ণ আনা যায় 2025
বিদেশ থেকে স্বর্ণ আনার নিয়ম ২০২৫ এবং শুল্ক ছাড়া কতটুকু স্বর্ণ আনা যায় 2025 সম্পর্কে এই পোস্টে কথা বলবো। সুতরাং, আপনারা যারা ২০২৫ সালে বিদেশ থেকে স্বর্ণ আনার নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়ে নিন।
বিদেশ থেকে স্বর্ণ আনার নিয়ম ২০২৫
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর ওয়েবসাইট https://www.hsia.gov.bd/bn থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিদেশ থেকে শুল্ক ছাড়া ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং ২০০ গ্রাম রৌপ্য অলঙ্কার আনা যাবে। তবে, স্বর্ণবারের ক্ষেত্রে প্রতি ভরিতে ৫,০০০ টাকা এবং রৌপ্যবারের ক্ষেত্রে প্রতি ভরিতে ৬ টাকা শুল্ক দিতে হবে।
শুল্ক প্রদানের মাধ্যমে, বিদেশ থেকে বাংলাদেশে স্বর্ণবার আনা যাবে সর্বোচ্চ ১১৭ গ্রাম (১০ তোলা) এবং রৌপ্যবার আনা যাবে সর্বোচ্চ ২৩৪ গ্রাম (২০ তোলা)।
আরো পড়ুন: বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে ২০২৫ | বিদেশ থেকে বাংলাদেশে মোবাইল আনার শুল্ক কত টাকা 2025
শুল্ক ছাড়া কতটুকু স্বর্ণ আনা যায় 2025
শুল্ক ছাড়া বর্তমানে শুধুমাত্র তৈরিকৃত স্বর্ণালঙ্কার বা রৌপ্য অলঙ্কার আনতে পারবেন। তবে, শুল্ক ছাড়া কোন প্রকার স্বর্ণবার বা রৌপ্যবার আনতে পারবেন। শুল্ক ছাড়া স্বর্ণালঙ্কার আনা যাবে ১০০ গ্রাম এবং রৌপ্য অলঙ্কার আনা যাবে ২০০ গ্রাম। শুল্ক দিয়ে স্বর্ণবার আনা যাবে সর্বোচ্চ ১১৭ গ্রাম এবং রৌপ্যবার আনা যাবে সর্বোচ্চ ২৩৪ গ্রাম।
আরো পড়ুন: বিদেশ থেকে কি কি আনা যাবে ২০২৫
শেষ কথা
২০২৫ সালে বিদেশ থেকে স্বর্ণ আনার নিয়ম, শুল্ক কত লাগে, শুল্ক ছাড়া কতটুকু সোনা যায় সকল বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি, যারা এই বিষয়ে সম্পর্কে জানতেন না লেখাটি তাদের সকলের উপকারে আসবে। আপনার যদি কিছু বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।