হুরুব কাটার নিয়ম ২০২৫ | হুরুব কাটতে কত টাকা লাগে 2025

হুরুব কাটার নিয়ম ২০২৫ | হুরুব কাটতে কত টাকা লাগে 2025
পূর্বের আর্টিকেলে 'হুরুব চেক করার নিয়ম ২০২৫' সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছিলাম। আজকে আর্টিকেলে কথা বলবো হুরুব কাটার নিয়ম ২০২৫ – হুরুব কাটতে কত টাকা লাগে 2025 সম্পর্কে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি।

হুরুব কাটার নিয়ম ২০২৫

২০২৫ সালে হুরুব কেটে বৈধ (কাফেলা) হওয়ার জন্য শুরুতে আপনাকে আবসার খুলতে হবে। আবসার খোলার পর আপনার নতুন কফিলের আবসার অ্যাকাউন্ট থেকে আপনাকে তলপ দিতে হবে। যখন আবসারে আপনার কফিল আপনাকে তলপ দিবে তখন একবারে কাজ নাও হতে পারে কারণ সবাই একসাথে তলপ দেওয়ার কারণে সার্ভার ডাউন থাকে!

তাই, বারবার আপনার কফিলকে তলব করতে বলতে হবে। যদি এখন কাজ না হয় তাহলে ২ ঘণ্টা পর, যদি ২ ঘন্টা পরে কাজ না হয় তাহলে আগামীকাল, যদি আগামীকাল কাজ না হয় তাহলে পরশুদিন এভাবে বারবার চেষ্টা করতে হবে। যেহেতু আবসার সার্ভার স্লো থাকে তাই অবশ্যই বারবার চেষ্টা করতে হবে নাহলে কাজ হবে না!


তারপর আবসারে আপনার কফিল যখন আপনাকে তলপ দিতে পারবে তখন আপনার নাম্বারে একটি কোড আসবে। কোড আসার সঙ্গে সঙ্গে আপনার কফিলকে সেই কোডটি জানাবেন। কোড নাম্বার দেওয়ার পর আপনার কফিল কোড নাম্বার দিয়ে Ok করবে। যদি কোন সমস্যা না হয় তাহলে আপনার কাফেলা হয়ে যাবে এবং আপনি সৌদিতে বৈধ হয়ে যাবেন।

তারপরও যদি না বোঝেন বা পরবর্তীতে কোন সমস্যা হয় তাহলে যেকোনো বিশ্বস্ত আরবিয়ান মুক্তব খেদামায় আপনার কপিলকে নিয়ে যোগাযোগ করতে পারেন। তবে, বাংলাদেশী বা হিন্দি কোন মক্তবে না যাওয়াই ভালো হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি।


আমরা আপনাদের সাথে যেভাবে বললাম এভাবে যদি আপনারা চেষ্টা করেন তবে, আশা করি আপনাদের হুরুব কাটা হয়ে যাবে এবং আপনারা কাফেলা করতে পারবেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে কোন দালালের খপ্পরে না পড়ে সরাসরি নিজে সঠিকভাবে 'হুরুব কাটার নিয়ম' সম্পর্কে বুঝে নিজেই চেষ্টা করুন।

হুরুব কাটতে কত টাকা লাগে 2025

২০২৫ সালে সৌদি আরবে হুরুব কেটে কাফেলা হতে কত টাকা লাগবে এটি নির্ভর করে আপনি কতবার কাফেলা করেছেন সেটির উপর। আপনি যদি প্রথমবার কাফেলা করেন তাহলে আপনার হুরুব কাটতে খরচ হবে ২,০০০ সৌদি রিয়াল, দ্বিতীয়বার হলে ৪,০০০ রিয়াল, তৃতীয়বার হলে ৬,০০০ রিয়াল।

শেষ কথা

২০২৫ সালে সৌদি আরবের হুরুব কাটার নিয়ম এবং হুরুব কাটতে কত টাকা লাগে সেই বিষয়ে আপনাদের সঠিক তথ্য প্রদানের চেষ্টা করেছি আজকের এই আর্টিকেলে। আপনাদের যদি হুরুব কাটার নিয়ম বা হুরুব সম্পর্কিত আরও কিছু জানার থাকে তবে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন