হুরুব চেক করার নিয়ম ২০২৫

হুরুব চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের বসবাসরত প্রবাসীদের জন্য হুরুব চেক করার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা হুরুব চেক করার নিয়ম 2025 সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

হুরুব চেক করার নিয়ম ২০২৫

হুরুব চেক করার নিয়ম ২০২৫

২০২৫ সালে সৌদি আরবের হুরুব চেক করার জন্য প্রথমে https://www.mol.gov.sa/services/inquiry/nonsaudiempinquiry.aspx এই ওয়েবসাইটে যেতে হবে। লিংকটি ওপেন করার পর উপরের ছবির মত একটি ওয়েব পেইজ ওপেন হবে।

হুরুব চেক করার নিয়ম ২০২৫

ওয়েব পেইজটি যেহেতু আরবি ভাষায় ওপেন হবে তাই ভাষা পরিবর্তন করতে ব্রাউজারের 'থ্রি ডট' মেনু থেকে ট্রান্সলেট করে ইংলিশ করে নিন।

হুরুব চেক করার নিয়ম ২০২৫

ওয়েব পেইজটি ইংরেজিতে ট্রান্সলেট করার পর হুরুব চেক করার ৩ টি অপশন দেখতে পারবেন যথা; Border Number, Residence Number (ইকামা নাম্বার) বা Passport Number। আমরা আপনাদের ইকামা নাম্বার দিয়ে হুরুব চেক করে দেখাচ্ছি তাই 'Residence Number' এর ঘরে একামা নাম্বার দিলাম।

হুরুব চেক করার নিয়ম ২০২৫

তারপর 'Nationality' অপশন থেকে আপনি যে দেশের নাগরিক অর্থাৎ, 'Bangladesh' সিলেক্ট করে নিন।

হুরুব চেক করার নিয়ম ২০২৫

তারপর উপরে উপরে দেওয়া ক্যাপচা কোডটি নিচের 'Verification Code' এর বক্সে লিখে দিন। মনে রাখবেন, সবার জন্য আলাদা আলাদা ক্যাপচা কোড হবে।

হুরুব চেক করার নিয়ম ২০২৫

ক্যাপচা কোডটি লেখার পরে নিচে 'research' বাটনের উপর ক্লিক করুন। আপনি 'research' অপশনের উপর ক্লিক করার পরে নিচের ছবির মত ডিটেলস আসবে।

হুরুব চেক করার নিয়ম ২০২৫

যদি আপনারা ইকামার পর হুরুব থাকে তাহলে 'Absent from work' এই লেখাটি দেখাবে। যদি ফাইনাল এক্সিট লাগানো থাকে তাহলে 'Absent from work' লেখার স্থানে 'Final exit' লেখা দেখাবে। এছাড়াও, আপনার কোম্পানি কোন কালারে আছে সেটিও দেখা যাবে।

উপসংহার

২০২৫ সালে হুরুব চেক করার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলে সহজ ভাবে আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন