সৌদি আরবের মেডিকেল টেস্ট কোথায় করা হয় ২০২৫

সৌদি আরবের মেডিকেল টেস্ট কোথায় করা হয় ২০২৫
২০২৫ সালে বাংলাদেশে অবস্থিত সৌদি আরবের ওয়াফিদ অনুমোদিত মেডিকেল টেস্টের সেন্টারগুলোর ঠিকানা বা কোথায় মেডিকেল টেস্ট করা হয় সেই বিষয়ে আজকে কথা বলবো। তাই আপনারা যারা উক্ত বিষয় সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।

সৌদি আরবের মেডিকেল টেস্ট কোথায় করা হয় ২০২৫

২০২৫ সালে সৌদির ওয়াফিদ (Gulf Health Council) অনুমোদিত মেডিকেল টেস্টের জন্য মোট সেন্টারের সংখ্যা হলো: ২৬০ টি। আর এই মেডিকেল টেস্টের সেন্টারগুলো বাংলাদেশের বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, শেরপুর এবং সিলেট শহরে অবস্থিত।

ওয়াফিদ অনুমোদিত ২৬০ টি মেডিকেল সেন্টারের মধ্যে বরিশালে ৩ টি, চাঁদপুরে ১৪ টি, চট্টগ্রামে ১১ টি, কক্সবাজারে ৫ টি, কুমিল্লায় ৮ টি, ঢাকায় ১৮৬ টি, রাজশাহীতে ৫ টি, শেরপুরে ১৯ টি এবং সিলেট শহরে ৯ টি সেন্টার অবস্থিত।


আপনারা যারা ওয়াফিদ (Gulf Health Council) অনুমোদিত মেডিকেল টেস্ট কোথায় করা হয় বা মেডিকেল সেন্টারের ঠিকানা সম্পর্কে জানতে চান তারা https://wafid.com/medical-center/search/?country=BD&city=&name= এই ওয়েব পেইজটি ভিজিট করুন।

ওয়েব পেইজটি ভিজিট করার মাধ্যমে আপনারা সৌদির ওয়াফিদ অনুমোদিত বাংলাদেশের সকল মেডিকেল সেন্টারের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস জানতে পারবেন।

সৌদি আরবের মেডিকেল টেস্ট কোথায় করা হয় ২০২৫

আপনারা যদি কোন নির্দিষ্ট শহরের ওয়াফিদ অনুমোদিত মেডিকেল সেন্টারের ঠিকানা জানতে চান তবে, 'City' অপশন থেকে 'Inter City' লেখার উপর ট্যাপ করুন। তারপর শহরের নামের উপরে ক্লিক করে সিলেক্ট করার পর 'Search' বাটনের উপর ক্লিক করুন।

সর্বশেষ কথা

২০২৫ সালে ওয়াফিদ অনুমোদিত বাংলাদেশের সব মেডিকেল সেন্টারের ঠিকানা বা কোথায় মেডিকেল টেস্ট করা হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে সহজ আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু আপনাদের যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই আপনার সমস্যার কথা আমাদের কমেন্ট করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন