অনলাইনে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে আপনারা পাসপোর্ট নাম্বার অথবা স্লিপ নাম্বারের মাধ্যমে অনলাইনে খুব সহজেই সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। তাই পাসপোর্ট নাম্বার বা স্লিপ নাম্বারের মাধ্যমে কিভাবে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করতে হয় সেই বিষয়ে জানতে সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
আরো পড়ুন: সৌদি আরবে মেডিকেল রিপোর্টের মেয়াদ কতদিন ২০২৫ | সৌদি ভিসার মেডিকেল টেস্টে কি কি চেক করতে হয় 2025
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রথমে https://wafid.com/medical-status-search/ ওয়াফিড এর এই ওয়েবসাইটে যেতে হবে।
তারপর উপরের ছবির মত পেইজ ওপেন হবে। এখন এখান থেকে 'By Passport Number' সিলেক্ট করে 'Passport NO' এর নিচে ফাঁকা বক্সে পাসপোর্ট নাম্বার লিখতে হবে। তারপর Nationality হিসাবে 'Bangladeshi' সিলেক্ট করে 'Check' বাটন লেখার উপর ক্লিক করুন।
এখন আপনারা আপনাদের মেডিকেল রিপোর্টের স্ট্যাটাস দেখতে পারবেন। যদি উপরের ছবির মত 'FIT' লেখা দেখেন তারমানে আপনি মেডিকেলে ফিট হয়েছেন। আর যদি 'UNFIT' লেখা দেখেন তারমানে আপনাদের মেডিকেলে কোন সমস্যা আছে এবং আপনি আনফিট হিসাবে গণ্য হয়েছেন।
এখন যদি সৌদি মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট ডাউনলোড করতে চান তবে, 'PDF' লেখার উপরে ক্লিক করতে হবে। 'PDF' লেখার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সৌদি মেডিকেল রিপোর্টের সার্টিফিকেটটি পিডিএফ ফরমেটে ডাউনলোড হতে শুরু করবে।
স্লিপ নাম্বারের মাধ্যমে সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক করার উপায় 2025
ওয়াফিদ (Wafid) স্লিপ নাম্বারের মাধ্যমে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করতে পূর্বের একই ওয়েব পেইজ অর্থাৎ, https://wafid.com/medical-status-search/ এই ওয়েবসাইটে যেতে হবে।
এখন 'Wafid Slip Number' অপশনটি সিলেক্ট করে নিন। তারপর নিচের ফাঁকা বক্সে ওয়াফিড স্লিপ নাম্বার (GCC Slip Number) লেখার পর 'Check' বাটনে ক্লিক করলেই সৌদি মেডিকেল রিপোর্ট টেস্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।
উপসংহার
২০২৫ কিভাবে অনলাইনের মাধ্যমে সহজে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করবেন সেটি ধাপে ধাপে দেখিয়েছি আজকের পোস্টে। আপনারা যদি Saudi medical report check করার সময় কোন অসুবিধায় পড়েন তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি আমাদের লিখে জানাবেন। আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবো।