তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করার উপায় ২০২৫
২০২৫ সালে তাকামুল সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন বা তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আপনাদের জানাতে এই পোস্টটি লিখছি। সুতরাং, আপনারা যারা তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম 2025 সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
কিভাবে তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করবেন ২০২৫
২০২৫ সালে আপনারা তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দেওয়ার ২৪ ঘন্টা পরেই তাকামুল অফিশিয়াল ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড বা সংগ্রহ করতে পারবেন যদি আপনারা পরীক্ষায় পাস (উত্তীর্ণ) হতে পারেন।
তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করতে প্রথমে https://svp-international.pacc.sa/auth/login এই ওয়েব পেইজ থেকে তাকামুল সার্টিফিকেট এপয়েন্টমেন্ট (রেজিস্ট্রেশন) এর সময় যে ইমেইল, পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেটি দিয়ে লগইন করে নিন।
আপনি যদি অন্য কারো মাধ্যমে এপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তবে, তার কাছ থেকে ইমেইল, পাসওয়ার্ড জেনে নিবেন। মনে রাখবেন, তাকামুল সার্টিফিকেটের এপয়েন্টমেন্টের জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই ইমেইল, পাসওয়ার্ড নিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তাই যারা পরীক্ষা দিয়েছেন তাদের অবশ্যই একটি তাকামুল একাউন্ট থাকবে।
আপনার যদি তাকামুল একাউন্ট না থাকে বা এখনো তাকামুল সার্টিফিকেট এপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন তবে, কিভাবে এপয়েন্টমেন্ট নিবেন সেটি সম্পর্কে জানতে 'তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম ২০২৫' শিরোনামের এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন। যাইহোক, চলুন মূল আলোচনা ফেরত যাওয়া যাক।
তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করতে https://svp-international.pacc.sa/auth/login এই ওয়েব পেইজে 'Email' এর নিচের বক্সে আপনার ইমেইল এড্রেস এবং 'Password' এর নিচের বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে 'Sign In' লেখার উপরে ক্লিক করুন।
তারপর আপনার ইমেইল এড্রেসে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এখন উক্ত কোডটি 'Verification Code' এর নিচের বক্সে বসিয়ে 'Sign in' লেখার উপরে ক্লিক করলেই তাকামুল সার্টিফিকেট এর ড্যাশবোর্ডে লগইন হয়ে যাবে।
তাকামুল ড্যাশবোর্ডে লগইন করার পর আপনারা আপনাদের 'Occupation' স্ট্যাটাস, 'Booking No.' এই ধরনের তথ্যগুলো দেখতে পারবেন। এখন তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করতে ড্যাশবোর্ড থেকে 'Download certificate' লেখার উপরে ক্লিক করুন।
'Download certificate' লেখার উপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের তাকামুল সার্টিফিকেট ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তাকামুল সার্টিফিকেট দেখতে কেমন হয় উপরের ছবির মাধ্যমে সেটির নমুনা দেওয়া হয়েছে।
সর্বশেষ কথা
২০২৫ সালে তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করার সঠিক ও সহজ উপায় সম্পর্কে আজকে ধাপে ধাপে আপনাদের দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু, আপনাদের যদি কোনকিছু বুঝতে অসুবিধা হয় তবে, সেটি সম্পর্কে কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাতে পারেন।