তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম ২০২৫
২০২৫ সালে তাকামুল সার্টিফিকেটের (Takamul Certificate) জন্য আবেদন করার নিয়ম বা কিভাবে তাকামুল সার্টিফিকেট পেতে আবেদন করতে হয় আজকে সেটি দেখাবো। তাই, আপনারা যারা তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম সম্পর্কে তথ্য পেতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম ২০২৫
২০২৫ সালে তাকামুল সার্টিফিকেটের আবেদন করার জন্য https://svp-international.pacc.sa/auth/register এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে 'Upload Passport' এর উপরে ক্লিক করুন। আপনি যখন 'Upload Passport' এর উপরে ক্লিক করবেন তখন আপনার সামনে কয়েক ধাপে ইনস্ট্রাকশন পেইজ দেখাবে। সেগুলোতে 'Continue' করুন।
তারপর 'I have reviewed the instructions on how to upload the photo.' এর উপরে চেকমার্ক করে 'Upload your passport' অপশন থেকে 'Drag & drop your files here, or Browse to upload' এর উপরে ক্লিক করে পাসপোর্ট সিলেক্ট করে 'Upload file' এর উপরে ট্যাপ করে আপলোড করে দিন।
এখন First Name, Last Name দিন। যেমন: আপনার নাম যদি 'Anik Rahman' হয় তবে, 'First Name (Given Names)' এর বক্সে আপনার Anik এবং 'Last Name (Surname)' এর বক্সে 'Rahman' এভাবে নাম লিখুন।
তারপর 'Passport No.' এর বক্সে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন। 'Country of residence' ও 'Nationality' এই দুটি অপশনে 'Bangladesh' সিলেক্ট করুন। তারপর 'Date of Birth' অপশনে আপনার জন্ম তারিখ, মাস এবং বছর সিলেক্ট করে নিন।
এখন 'Sex' অপশন থেকে আপনি যেই লিঙ্গের মানুষ সেটি সিলেক্ট করে নিন ছেলে হলে হবে: 'Male' এবং মেয়ে হলে হবে: 'Female' তবে, এখানে কোন Third Gender বা তৃতীয় লিঙ্গ সিলেক্ট করার অপশন নেই।
'Date of Passport Expiry' অপশনে আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ/ডেট সিলেক্ট করতে হবে। তারপর 'I'm not a robot' এর উপর ট্যাপ করে ক্যাপচা ভেরিফিকেশন করার পর 'Continue' এর উপরে ক্লিক করতে হবে।
আপনারা যখন 'Continue' লেখার উপরে ক্লিক করবেন তখন 'Passport Confirmation' ট্যাব ওপেন হবে সেখানে সমস্ত তথ্য পুনরায় যাচাই করার পর 'Confirm and proceed' লেখার ওপরে ক্লিক করুন।
এখন 'Upload photo' ক্লিক করুন। 'Upload photo' অপশনের উপর ক্লিক করার পর আপনাকে কয়েক ধাপে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেগুলোতে 'Continue' করে 'I have reviewed the instructions on how to upload the photo.' এর উপর টিকমার্ক দিয়ে ছবি সিলেক্ট করে 'Upload file' এর উপরে ক্লিক করুন।
তারপর 'National ID' এর নিচের বক্সে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার লিখুন। তারপর 'Education Level' থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করুন। তারপর 'What is your level of experience?' অপশন থেকে আপনার কাজের অভিজ্ঞতা কত বছরের সেটি সিলেক্ট করে নিন।
তারপর 'Do you have any certifications or training?' অপশন থেকে আপনার যদি পূর্বে কোন কাজের সার্টিফিকেট থাকে তবে, সেটি সিলেক্ট করতে পারেন। যদি না থাকে তাহলে 'No, I don't have any certifications or training' সিলেক্ট করুন।
তারপর 'Password' এর ঘরে একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন এবং একই পাসওয়ার্ডটি পুনরায় 'Confirm Password' এর ঘরে লিখুন। পাসওয়ার্ডের লেখার সময় অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার রাখার চেষ্টা করবেন।
পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে 'I acknowledge that all the entered data is correct and is my responsibility' তে টিকমার্ক করে 'I'm not a robot' অপশন থেকে ক্যাপচা ভেরিফিকেশন করুন এবং তারপর 'Continue' লেখার উপরে ক্লিক করুন।
এখন 'Email' এর বক্সে আপনার ইমেইল এড্রেসটি লিখুন, তারপর 'Phone number' এর বক্সে ০ বাদে মোবাইল নাম্বার লিখুন এবং 'I'm not a robot' এর উপর ক্লিক করে ক্যাপচা ভেরিফিকেশন করার পর 'Continue' এর উপর ক্লিক করুন।
এখন আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেটি 'Verification Code' এর বক্সে বসিয়ে দিয়ে 'I'm not a robot' এর উপর ট্যাপ করে ক্যাপচা ভেরিফিকেশন করুন এবং তারপর 'Continue' লেখার উপরে ক্লিক করুন। যেহেতু, ইমেইলে কোড যাবে তাই অবশ্যই ভ্যালিড মেইল অ্যাড্রেস দেবেন।
তারপর আপনি 'Done Thank you for registering!' এরকম একটি নোটিফিকেশন দেখতে পাবেন। এই পর্যায়ে আপনার তাকামুল অ্যাকাউন্ট খোলা শেষ। এখন তাকামুল অ্যাকাউন্টে লগইন করে তাকামুল সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হবে। কিভাবে করবেন নিচে আরও বিস্তারিত দেখিয়েছে।
তাকামুল সার্টিফিকেট আবেদন করার জন্য 'https://svp-international.pacc.sa/auth/login' এই লিংকে ক্লিক করে Email/Phone Number এবং Password দিয়ে প্রথমে লগইন করে নিন। লগইন করার সময় অবশ্যই ইমেইল একটি কোড যাবে বা ইমেইল ভেরিফিকেশন করতে হবে।
তাকামুল ড্যাশবোর্ডে (অ্যাকাউন্ট) লগইন করার পর এপয়েন্টমেন্ট/এডমিট কার্ড (Test Ticket) এর জন্য আবেদন করতে 'Book an appointment' লেখার উপরে ক্লিক করুন। তারপর 'Choose Occupation' থেকে আপনি যে পেশার জন্য তাকামুল সার্টিফিকেট নিতে চান সেটি সিলেক্ট করুন।
পেশা সিলেক্ট করার পর আপনার সিলেক্টেড পেশার 'Occupation Code' দেখতে পারবেন। এছাড়াও, আপনার পেশার জন্য কতগুলো সেন্টার এলিজেবল আছে সেটিও দেখতে পারবেন। তারপর 'Choose City' অপশন থেকে এলিজিবল সেন্টার গুলোর মধ্যে থেকে যেকোনো একটি সেন্টার বাছাই করে নিতে হবে।
তারপর আপনি যে ভাষায় তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন সেই ভাষা সিলেক্ট করে নিন। ভাষা হিসাবে 'English, Urdu, Hindi, Bengali, Arabic' রয়েছে। আমরা ভাষা হিসাবে 'Bengali' (বাংলা) সিলেক্ট করছি।
তারপর আপনাকে পরিক্ষার জন্য একটি ডেট সিলেক্ট করতে হবে। যেই তারিখগুলোর মধ্যে 'সবুজ ডট (Green Dot)' থাকবে শুধুমাত্র সেই ডেটগুলোই আপনারা পরীক্ষার জন্য সিলেক্ট করতে পারবেন।
ডেট সিলেক্ট করা হয়ে গেলে ৫০ ডলারের ($50) পেমেন্ট করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। মনে রাখবেন যে, আপনি যে ডেটটি সিলেক্ট করেছেন সেটি ২০ মিনিটের জন্য ভ্যালিড থাকবে এবং আপনাকে ২০ মিনিটের মধ্যে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কনফার্ম করতে হবে। এছাড়াও, পেমেন্ট করতে ডুয়েল কারেন্সি ভিসা বা মাস্টারকার্ডের প্রয়োজন হবে।
পেমেন্ট করবার জন্য 'I declare that the information entered is correct, and that I have read, understood and agree to the Terms of Use' এবং তার নিচের লেখায় টিকমার্ক করে 'Confirm' লেখার উপরে ক্লিক করুন।
তারপর উপরের মত পেইজ ওপেন হবে যেখানে আপনাকে পেমেন্ট করতে বলবে। এখন পেমেন্ট করার জন্য কার্ড ডিটেলস দেওয়ার পর 'Pay 50$' এর উপরে ক্লিক করুন। তারপর নিরাপত্তার কারণে OTP আসতে পারে। কোড চাইলে 'Enter Code' এর বক্সে কোড বসিয়ে 'Submit' লেখার উপরে ক্লিক করুন।
এখন সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা 'Success Booking!' এরকম একটি মেসেজ দেখতে পাবেন। তারপর আপনার এপয়েন্টমেন্ট ডাউনলোড করতে 'View appointment details' লেখার উপর ক্লিক করুন। তারপর 'Download ticket' লেখার উপর ক্লিক করুন।
তাকামুল এপয়েন্টমেন্ট কার্ড (Test Ticket) এর মধ্যে আপনারা পরিক্ষার স্থান, পরীক্ষা কখন হবে, কত ঘন্টা পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় কি কি কাগজপত্র (Documents) সাথে রাখতে হবে সেই বিষয়ে বিস্তারিত দেওয়া থাকবে।
উপসংহার
২০২৫ সালে তাকামুল সার্টিফিকেট (Takamul Certificate) আবেদন করার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছে। আপনাদের সুবিধার্থে বলে রাখছি যে, কর্তৃপক্ষের নিয়ম অনুসারে – অবশ্যই তাকামুল পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
এছাড়াও, অবশ্যই সাথে করে অরজিনাল পাসপোর্ট রাখবেন এবং তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করার পর যে এপয়েন্টমেন্ট লেটারটি (Test Ticket) পেয়েছেন সেটিও সাথে রাখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে পরীক্ষার ২৪ ঘন্টার মধ্যে আপনারা রেজাল্ট/ফলাফল পেয়ে যাবেন।
আপনাদের যদি তাকামুল সার্টিফিকেট (Takamul Certificate) আবেদন করার নিয়ম বা আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করা কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তবে, বিষয়টি সম্পর্কে আমাদের কমেন্ট করে লিখে জানাতে পারেন।