বিএমইটি (BMET) কার্ড কি কাজে লাগে, কার্ডের সুবিধা এবং BMET Card করতে কি কি কাগজপত্র লাগে?
বিএমইটি (BMET) কার্ড কি কাজে লাগে, কার্ডের সুবিধা এবং BMET Card করতে কি কি কাগজপত্র লাগে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে আজকের পোস্টে। তাই আপনারা যারা বিএমইটি (BMET) কার্ড সম্পর্কিত উক্ত বিষয়গুলো সম্পর্কে তথ্য পেতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
বিএমইটি (BMET) কার্ড কি কাজে লাগে?
বিএমইটি (BMET) কার্ড এর পূর্ণরূপ হলো: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা ইংরেজিতে 'Bureau of Manpower, Employment and Training'। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা বিএমইটি (BMET) পরিচালিত হয়।
বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই বিএমইটি (BMET) ম্যানপাওয়ার স্মার্ট কার্ড বা ক্লিয়ারেন্স কার্ডের প্রয়োজন পড়বে। অর্থাৎ, বিএমইটি (BMET) ছাড়া বিদেশে যাওয়া যায় না। বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং বিদেশ যাওয়ার জন্য অনুমতি অর্থাৎ, বিএমইটি কার্ড প্রদান করার কাজগুলো BMET করে থাকে।
এছাড়াও, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রদান করা, লাইসেন্স স্থগিত রাখা, লাইসেন্স রিনিউ করা, রিক্রুটিং এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করা, টিটিসি গুলোকে নিয়ন্ত্রণ করা সহ ইত্যাদি কাজগুলোও বিএমইটি (BMET) সম্পাদন করে থাকে।
বিএমইটি (BMET) কার্ডের সুবিধা কি কি?
আপনার কাছে যদি বিএমইটি (BMET) কার্ড বেশকিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন। নিচের তালিকার মাধ্যমে বিএমইটি (BMET) কার্ডের সুবিধাগুলোর ব্যাপারে বিসারিত বর্ণনা করা হয়েছে।
- বিদেশগামী কর্মীদের গন্তব্যের দেশের ভাষা, আইন কানুন, রীতিনীতি, আবহাওয়া, পরিবেশ, অধিকার, কর্তব্য ইত্যাদি সম্পর্কে ব্রিফিং প্রদান করা।
- বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে নিরাপদ বিদেশ গমন এবং প্রত্যাবর্তনে সহায়তা প্রদান করা।
- প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা।
- প্রবাসী কর্মীদেরকে দূতাবাসের মাধ্যমে বিভিন্ন ধরনের আইনগত সাহায্য সহযোগিতা করা।
- প্রবাসে আটকে পড়া কর্মীদের মুক্তকরণ করা এবং দেশে ফেরত আনা।
- পঙ্গু বা অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য করা।
- প্রবাসে অসুস্থ / মৃত কর্মীদের পরিবহনে বিমান বন্দর হতে এ্যাম্বুলেন্স সুবিধা প্রদান।
- বিমানবন্দর হতে মৃতের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের সময় লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান।
- বৈধভাবে বিদেশ গমনকারী মৃত কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান।
- প্রবাসে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ/ ইন্সুরেন্স/ বকেয়া বেতন/ সার্ভিস বেনিফিট আদায় এবং ওয়ারিশদের নিকট বিতরণ।
- প্রবাসী কর্মীদের সম্পদ রক্ষা এবং নানাবিধ অসুবিধা দূরীকরণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান।
- প্রবাসী কর্মী এবং তাদের পরিবারকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে সেবা প্রদান।
- এছাড়াও, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে হোম লোন, পেনশন স্কিম এবং ক্ষতিগ্রস্থ কর্মীদের পূণর্বাসনে অন্তভূক্ত হওয়ার সুযোগ থাকবে।
BMET Card করতে কি কি কাগজপত্র লাগে?
পোস্টটি লেখার সময় পর্যন্ত; ২০২৫ সালে বিএমইটি (BMET) কার্ড করতে পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ভিসার ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং টিটিসি ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট এই কাগজপত্র বা ডকুমেন্টসগুলো লাগছে।
সর্বশেষ কথা
বিএমইটি (BMET) কার্ড কি কাজে লাগে, কার্ডের সুবিধা এবং এই কার্ড করতে কি কি কাগজপত্র লাগে সেই বিষয় সম্পর্কে আজকের পোস্টে আপনাদেরকে সহজভাবে বুঝানোর চেষ্টা করেছি। তবে, আপনাদের যদি এখনো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন।
