অনলাইনে পাসপোর্ট দিয়ে বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৫
২০২৫ সালে অনলাইনে পাসপোর্ট দিয়ে বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন করার সহজ নিয়ম দেখানো হবে আজকের পোস্টে। সুতরাং, আপনারা যারা কিভাবে বিএমইটি নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হয় সেটি সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
অনলাইনে পাসপোর্ট দিয়ে বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৫
২০২৫ সালে অনলাইনে পাসপোর্ট মাধ্যমে বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম "https://training.oep.gov.bd/login" এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তারপর "Register Now" লেখার উপর ক্লিক করতে হবে।
এখন রেজিস্ট্রেশন ফর্মে আপনার নাম (ইংরেজিতে), মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ লেখার পর নিচের ফাঁকা বক্সে সিস্টেম প্রদত্ত ক্যাপচা কোড লেখার পর "আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করছি" লেখার পূর্বে থাকা বক্সে চেক মার্ক করে 'যাচাই করুন' বাটনে ক্লিক করতে হবে।
তারপর বিএমইটি রেজিস্ট্রেশনে ব্যবহৃত মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বারটি ভেরিফাই করার জন্য উপরের ছবিতে দেখানো নিয়মে, নিচের ফাঁকা বক্সে প্রাপ্ত কোডটি লিখে "Submit" লেখা বাটনের উপরে ক্লিক করতে হবে।
এখন আপনাদের ব্যক্তিগত তথ্য যেমন; আপনার নাম, পিতার নাম, মাতার নাম, ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি (৩০০×৮০), জাতীয়তা, জন্মস্থান, পেশা, লিঙ্গ, রক্তের গ্রুপ, ধর্ম, উচ্চতা, ওজন, স্থানীয় ঠিকানা, পাসপোর্ট এর তথ্য, পাসপোর্ট এর স্ক্যান কপি প্রদান করতে হবে।
তারপর "আমি অঙ্গীকার করছি যে, নিবন্ধনের জন্য আমি যে তথ্য প্রদান করেছি তা সঠিক।" এই লেখার পূর্বে থাকা বক্সে টিক মার্ক করে "সংরক্ষণ করুন ও এগিয়ে যান" লেখা বাটনের উপর ক্লিক করতে হবে।
এখন তথ্যগুলো পুনরায় ভালো ভাবে যাচাই করে নিতে হবে। যদি কোনকিছু ভুল থাকে তাহলে উপরের ডান দিক থেকে "Edit" লেখার উপর ক্লিক করতে হবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে, পরের পেইজে যেতে "পেমেন্ট করতে এগিয়ে যান" বাটনের উপর ক্লিক করতে হবে।
এখন "পেমেন্ট করুন" লেখা বাটনের উপর ক্লিক করতে হবে। বলে রাখা ভালো যে, বিএমইটি অনলাইন রেজিস্ট্রেশনে খরচ হিসেবে ২০০ টাকা লাগে। আর বিএমইটি (BMET) রেজিস্ট্রেশনের ২০০ টাকা আপনারা খুব সহজে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
এই পর্যায়ে পেমেন্ট গেটওয়ে অপশনে রিডাইরেক্ট হবে। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তাই এখন পেমেন্ট করার জন্য "Mobile Banking" থেকে "bKash" লেখার উপর ক্লিক করছি। তারপর "Confirm" বাটনে ক্লিক করছি।
এখন বিকাশে পেমেন্ট করার অপশন আসবে। বিকাশে বিএমইটি অনলাইন রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার জন্য আমরা আমাদের বিকাশ নাম্বার লিখে দিচ্ছি। তারপর "Confirm" লেখা পাঠানোর উপর ক্লিক করছি। তারপর ওটিপি কোড ভেরিফাই করে পিন দিলেই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে।
পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে উপরের ছবির মত অপশন দেখতে পারবেন। যেখান থেকে আপনারা বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য "Registration Card Download" লেখা বাটনের উপর ক্লিক করতে হবে।
আর যারা বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড দেখতে কেমন হয় সেটি সম্পর্কে জানেন না বা বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডের ছবি দেখতে চান তাদের জন্য উপরে বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন কার্ডের একটি ছবি প্রদান করেছি।
সর্বশেষ কথা
২০২৫ সালের সম্পূর্ণ নতুন নিয়মে ধাপে ধাপে সহজ ভাবে অনলাইনে পাসপোর্ট দিয়ে বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন করার নিয়ম দেখানো হয়েছে আজকের পোস্টে। কিন্তু আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।












