বিএমইটি (BMET) কার্ড করতে কত টাকা লাগে, কার্ডের মেয়াদ কতদিন থাকে, কার্ড পেতে কত দিন লাগে ২০২৬
২০২৬ সালে বিএমইটি (BMET) কার্ড করতে কত টাকা লাগে, কার্ডের মেয়াদ কতদিন থাকে, কার্ড পেতে কত দিন লাগে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের পোস্টে আলোচনা করা হবে। সুতরাং, উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
বিএমইটি (BMET) ম্যানপাওয়ার স্মার্ট কার্ড করতে কত টাকা লাগে ২০২৬
২০২৬ সালে বিএমইটি (BMET) ম্যানপাওয়ার স্মার্ট কার্ড করতে রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা, ট্রেনিং ফি ৩০০ টাকা, নমিনাল ফি ৫০ টাকা এবং দেশ ভেদে BMET স্মার্ট ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পেতে খরচ হবে আরও ৬,০০০ থেকে ৭,০০০ টাকা। তবে, দালালের মাধ্যমে বিএমইটি (BMET) কার্ড করালে খরচ আরো বাড়তে পারে।
বিএমইটি (BMET) কার্ডের মেয়াদ কতদিন থাকে 2026
বিএমইটি (BMET) ম্যানপাওয়ার কার্ড বা ইমিগ্রেশন কার্ডের কোন মেয়াদ থাকে না। বিএমইটি (BMET) কার্ড মূলত ইস্যু করা হয় ভিসার উপরে আর আপনি যেই ভিসার উপরে বিএমইটি ম্যানপাওয়ার কার্ড নেয়েছেন সেটি যতদিন সচল আছে ততদিন আপনার BMET কার্ডও কার্যকর থাকবে।
কিন্তু যদি আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে আসেন বা আপনার ভিসা বাতিল হয়ে যায় তখন আপনার বিএমইটি কার্ডও বাতিল হয়ে যাবে। এবং পুনরায় সেই দেশ বা অন্য কোন দেশে যাওয়ার ক্ষেত্রে নতুন করে আবারো বিএমইটি (BMET) ম্যানপাওয়ার কার্ড করতে হবে।
বিএমইটি (BMET) ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পেতে কত দিন লাগে ২০২৬
নিয়ম অনুসারে; ২০২৬ সালে বিএমইটি (BMET) ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পেতে ১ সপ্তাহ (৭ দিন) থেকে ২ সপ্তাহ (১৪ দিন) পর্যন্ত সময় লাগে। তবে, বিশেষ পরিস্থিতি বা সমস্যার কারণে বিএমইটি কার্ড পেতে বেশি সময় লাগতে পরে। আমাদের পরামর্শ থাকবে যদি বিএমইটি কার্ড পেতে ২ সপ্তাহের বেশি সময় লাগে সেক্ষেত্রে অবশ্যই অফিসে যোগাযোগ করতে হবে।
পরিশেষে কিছু কথা
২০২৬ সালে বিএমইটি (BMET) কার্ড করতে কত টাকা লাগে, কার্ডের মেয়াদ কতদিন থাকে, কার্ড পেতে কত দিন সময় লাগে সেই বিষয়গুলো সম্পর্কে সহজ ভাবে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করেছি। পোস্টটি ভালো লাগলে বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন।
