কফিল ছাড়া আকামা রিনিউ ২০২৫
পূর্বের পোস্টে 'কফিল ছাড়া ছুটিতে যাওয়ার উপায় ২০২৫' এই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করা হবে ২০২৫ সালে কফিল ছাড়া আকামা রিনিউ করা যায় কিনা সেই বিষয়টি সম্পর্কে। চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক।
কফিল ছাড়া আকামা রিনিউ ২০২৫
২০২৫ সালে কফিল ছাড়া আকামা রিনিউ করা যায় কিনা সেটি সহজ, সঠিক এবং এক কথার উত্তর হলো; না। সুতরাং, আপনারা যারা জানতে চেয়েছিলেন যে; কফিল ছাড়া নিজে নিজে আকামা বানানো বা মেয়াদ বাড়ানো সম্ভব কিনা সেটি জানতে চেয়েছিলেন আশা করি তারা সঠিক উত্তর জানতে পেরেছেন।
যারা আকামার মেয়াদ বাড়াতে চান আপনারা আপনাদের যোগাযোগ করুন। কারণ, কফিলের আবসার ছাড়া আপনারা কোনভাবেই ইকামার রিনিউ বা আকামার মেয়াদ বাড়াতে পারবেন না! তাই, আপনাদের যদি কেউ বলে যে; কফিল ছাড়া আকামা রিনিউ করে দিবে আকামার মেয়াদ বাড়িয়ে দিবে তাহলে বুঝবেন সে আপনার সঙ্গে ১০০% প্রতারণা করবেন।
আর আপনারা যারা কাফালা হওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আকামা করতে নতুন কফিল লাগবে! এক কথায় আপনারা যেভাবেই চেষ্টা করেন না কেন কোন না কোন কফিলের মাধ্যমেই আপনাকে আকামা করতে হবে এবং সৌদি আরবে কফিল ছাড়া কোনভাবেই ইকামা করা সম্ভব নয়!
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে কফিল ছাড়া আকামা এই বিষয়টি সম্পর্কে আজকে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করেছি। তবে, আপনাদের যদি বিষয়টি সম্পর্কে অন্য কোন প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে কোন সংশয় ছাড়াই আমাদেরকে সেই প্রশ্নটি জিজ্ঞাসা করতে পারেন।