সৌদি আরব ছুটি চেক করার নিয়ম বা ছুটির পেপার বের করার নিয়ম 2025
২০২৫ সালে সৌদি আরব ছুটি চেক করার নিয়ম বা ছুটির পেপার বের করার নিয়ম সম্পর্কে আজকের পোস্টে দেখানো হবে। সুতরাং, আপনারা যারা 'সৌদি আরব ছুটি চেক করার নিয়ম 2025' সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সৌদি আরব ছুটি চেক করার নিয়ম বা ছুটির পেপার বের করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের ছুটি চেক করার জন্য বা ছুটির পেপার বের জন্য প্রথমে https://www.absher.sa/wps/portal/individuals/Home/homepublic/ এই ওয়েবসাইট থেকে আসবারের ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। আর লগইন করার পূর্বে অবশ্যই মোবাইল নাম্বারে প্রাপ্ত ওটিপি কোডটি ফাঁকা বক্সে লিখে নাম্বার ভেরিফাই করতে হবে।
এখন ড্যাশবোর্ড থেকে 'Workers' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর 'Inquiries' লেখা অপশনের উপরে ট্যাপ করে 'Exit/Re-Entry Visa Status' লেখার উপর ক্লিক করতে হবে।
এখন 'Iqama number' বক্সে আপনার ইকামা নাম্বার এবং 'Passport number' বক্সে পাসপোর্ট নাম্বার লিখতে হবে। তারপর নিচে দেওয়া ক্যাপচা কোডটি 'Enter Image code' এর নিচের ফাঁকা বক্সে লেখার পর 'View' লেখার উপর ক্লিক করলে সৌদি আরব ছুটি চেক করতে পারবেন বা নিচের ছবির মত স্ট্যাটাস দেখতে পারবেন।
উপরে আপনারা সৌদি আরব ছুটির স্ট্যাটাস দেখতে পারছেন। এখানে সৌদি আরব ছুটির ভিসার নাম, ভিসা নাম্বার, ভিসা টাইপ, ভিসার মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ ভিসা সংক্রান্ত সকল তথ্য দেখতে পারবেন। 'Exit before' লেখার নিচে যে তারিখটি উল্লেখ থাকবে ওই তারিখের পূর্বে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে।
আর 'Visa expiry date' লেখার নিচে যেই তারিখটি উল্লেখ থাকবে সেটি হল আপনার ছুটি শেষ হওয়ার তারিখ। Visa type এর নিচে যদি 'Single' লেখা থাকে তাহলে বুঝবেন এই ভিসার মাধ্যমে ১ বার যাওয়া-আসা করা যাবে। Visa duration এর নিচে আপনি যতদিনের ছুটি পেয়েছেন সেটি লেখা থাকবে।
আপনারা যারা উপরের ছবির মত সৌদি আরব ছুটির পেপার (Electronic Exit Re-Entry Visa) বের করতে চান তাদেরকে কফিলের কাছথেকে ছুটির পেপারটি সংগ্রহ করে নিতে হবে। কারণ, ছুটির পেপার ডাউনলোড করার অপশনটি ইন্ডিভিজুয়াল আবসারে (Absher) থাকে না!
কিন্তু, আপনারা শুধুমাত্র ছুটির পেপার স্ট্যাটাস চেক করা পেইজের স্ক্রিনশট নিয়েও কাজ চালাতে পারবেন তবে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশটে ভিসা নাম্বারটি স্পষ্ট ভাবে দেখা যেতে হবে।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে সৌদি আরব ছুটি চেক করার নিয়ম বা ছুটির পেপার বের করার নিয়ম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করেছি আজকের এই পোস্টে। কোন কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাবেন।







