সৌদি আরব থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি আরব থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বা উপায় সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তাই আপনারা যারা সৌদি আরব থেকে কিভাবে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে হয় সেটি সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সৌদি আরব থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫
২০২৫ সালে আপনারা ২ টি উপায়ে সৌদি আরব থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সুযোগ পাবেন যথা; সৌদি আরবে ইসলামী ব্যাংকের প্রতিনিধি মাধ্যমে এবং সেলফিন অ্যাপ এর মাধ্যমে। তবে, বর্তমানে সৌদি আরব থেকে সেলফিন অ্যাপের মাধ্যমে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়!
সুতরাং, আপনারা যদি কোন সমস্যার সম্মুখীন না হয়ে সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কথা ভাবেন তবে, আপনার জন্য সবচেয়ে ভালো হবে ইসলামী ব্যাংকের প্রতিনিধিদের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা। বর্তমানে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং আল কাসিমে ইসলামী ব্যাংকের প্রতিনিধি দল কাজ করছে।
আপনারা যদি সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য ইসলামী ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে চান বা সৌদি ইসলামী ব্যাংক প্রতিনিধি সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে, 'ইসলামী ব্যাংক সৌদি আরব প্রতিনিধি ঠিকানা, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার' সম্পর্কে লেখা আমাদের উক্ত পোস্টটি পড়ে নিতে পারেন।
সেলফিন আপের মাধ্যমে সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম 2025
২০২৫ সালে সেলফিন আপের মাধ্যমে সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে 'CellFin' অ্যাপটি ইন্সটল করে ওপেন করে নিন। তারপর Don't have a CellFin account? লেখার নিচে থেকে 'Register' লেখার উপরে ক্লিক করতে হবে।
এখন Registration From লেখার নিচে থেকে 'Abroad' লেখার উপরে ক্লিক করার পর 'Yes' বাটনে ক্লিক করতে হবে। তারপর উপরে বক্সে কান্ট্রি হিসেবে 'Saudi Arabia' সিলেক্ট করতে হবে, 'Mobile Number' বক্সে মোবাইল নাম্বার লিখতে হবে, তার নিচের বক্সে ৬ ডিজিটের পিন সেট করে OTP Channel হিসেবে 'Viber' অথবা 'SMS' সিলেক্ট করার পর 'Register' বাটনে ক্লিক করতে হবে।
অনেক সময় ওটিপি চ্যানেল হিসেবে 'SMS' সিলেক্ট করলে এসএমএস আসতে সমস্যা হয়! সুতরাং, আপনাদের যদি এসএমএস পেতে কোন সমস্যা হয় বা না আসে সেক্ষেত্রে ভাইবার (Viber) খোলার পর এসএমএস চ্যানেল হিসেবে 'Viber' সিলেক্ট করে 'Register' বাটনে ক্লিক করলে ভাইবারে ভেরিফিকেশন এসএমএস আসবে।
আপনারা যখন 'Register' বাটনে ক্লিক করবেন তারপর ফাঁকা বক্সে প্রাপ্ত কোডটি লিখে আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে।
এখন 'Passport' সিলেক্ট করার পর 'Father's name' বক্সে বাবার নাম এবং 'Mother's name' বক্সে মায়ের নাম লিখতে হবে। তারপর 'Gender' হিসেবে ছেলে হলে 'Male' আর মেয়ে হলে 'Female' সিলেক্ট করতে হবে। তারপর 'Emall' বক্সে যেকোনো একটি ভ্যালিড একটি ইমেইল এড্রেস এবং তার নিচের বক্সে আপনার পেশা সিলেক্ট করে 'Next' বাটনে ক্লিক করতে হবে।
এই পর্যায়ে উপরের ছবিতে দেখানো নিয়ম অনুসারে, আপনার সৌদি আরবের ঠিকানাটি সঠিক ভাবে লেখার পরে 'Confirm' লেখা বাটনে উপরে ক্লিক করতে হবে।
এখন বাংলাদেশ সিলেক্টেড থাকবে তারপর 'Authority' বক্সে আপনার নাম, 'Passport Number' বক্স আপনার পাসপোর্ট নাম্বার, 'Passport Type' বক্সে পাসপোর্টের ধরনের হিসেবে ePassport অথবা MRP, 'Issue Date' বক্সে পাসপোর্ট ইস্যুর তারিখ, 'Expiry Date' পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং 'Date of Birth' বক্সে জন্ম তারিখ লেখার পরে 'Confirm' বাটনে ক্লিক করতে হবে।
এই পর্যায়ে আপনাদেরকে পাসপোর্টের ছবি এবং ভিসা অথবা ইকামার ছবি আপলোড করতে বলবে ভেরিফিকেশনের জন্য। কিভাবে ছবি দিতে হবে বা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে উপরের পেইজের ছবি অনুসরণ করতে পারেন। উপরোক্ত ডকুমেন্টস আপলোড করতে এবং পরবর্তী পেইজে যেতে 'Continue' বাটনে চাপ দিন।
ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে 'Canfirm Upload' লেখা বাটনের উপর ক্লিক করতে হবে। নিরাপত্তা জনিত কারণে আমরা ডকুমেন্টস আপলোড করার প্রক্রিয়াটি স্কিপ করছি বা ঝাপসা করে দিয়েছি। তারপরের অপশনে সবগুলো 'No' সিলেক্ট করে 'Continue' বাটনে ক্লিক করতে হবে।
এই পর্যায়ে আপনাকে ফেইস ভেরিফিকেশন করতে হবে বা সেলফি দিতে হবে। ছবি দেওয়ার পূর্বে ইনস্ট্রাকশন গুলো ভালো করে পড়ে নেবেন। সেলফি দেওয়ার জন্য 'Continue' লেখার পরে ক্লিক করতে হবে এবং তারপর উপরোক্ত নিয়মে ফেইস ভেরিফিকেশন করতে হবে।
এখন আপনারা উপরের ছবির মত ওয়েটিং পেইজ দেখতে পারবেন এবং আপনাকে এখন অপেক্ষা করতে হবে এপ্রুভ হওয়ার জন্য। ইসলামী ব্যাংক আপনার সমস্ত তথ্যগুলো যাচাই করবে এবং যাচাই করার পর যদি সমস্ত তথ্যগুলো সঠিক থাকে তারপর আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ভেরিফাই করার পরই আপনি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
বর্তমানে সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার পর ভেরিফাই হতে ১ সপ্তাহ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে, আপনাদের যদি ১ মাস পরেও একাউন্ট ভেরিফাই না হয় সেক্ষেত্রে অবশ্যই ইসলামী ব্যাংকের সঙ্গে তাদের কাস্টমার কেয়ার নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন।
বর্তমানে সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার পর ভেরিফাই হতে ১ সপ্তাহ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে, আপনাদের যদি ১ মাস পরেও একাউন্ট ভেরিফাই না হয় সেক্ষেত্রে অবশ্যই ইসলামী ব্যাংকের সঙ্গে তাদের কাস্টমার কেয়ার নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন।