সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
পূর্বের পোস্টে 'সৌদি আরব থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫' সম্পর্কে তথ্য প্রদান করেছিলাম। আজকের পোস্টে তথ্য প্রদান করা হবে 'সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫' সম্পর্কে। তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক।
সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
২০২৫ সালে আপনারা সৌদি আরবের আল রাজি ব্যাংক সহ অন্য যেকোনো ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে একাউন্টে খুব সহজে টাকা পাঠাতে পারবেন। ক্যাশ পিকআপ এর মাধ্যমে গোপন নাম্বার বা নামের উপরে সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠিয়ে সেটি একই দিনে ব্যাংক বা সেলফিনের মাধ্যমে রিসিভ করতে পারবেন।
পূর্বে লেখা আমাদের 'আল রাজি ব্যাংক থেকে বাংলাদেশে নামের উপর বা গোপন নাম্বারে টাকা পাঠানোর নিয়ম ২০২৫' এই পোস্টটি পড়ে আপনারা সৌদি আরবের আল রাজি ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে কিভাবে টাকা পাঠাতে হবে সেটি সম্পর্কে জানতে পারবেন।
এছাড়াও, আপনারা সৌদি আরবের অন্যান্য ব্যাংক থেকে কিভাবে ইসলামী ব্যাংক সহ অন্যান্য টাকা পাঠাতে হবে সেটি সম্পর্কেও পোস্টটি থেকে ধারণা পাবেন। আল রাজি বাদে অন্য ব্যাংকের ক্ষেত্রে হয়তো অপশন গুলো একটু এদিক সেদিক থাকতে পারে তবে, আপনারা একটু খোঁজাখুঁজি করলে সফল হবেন বলে আশা করি।
আর আপনারা যখন গোপন নাম্বারে (নামের উপর) ইসলামী ব্যাংকে টাকা পাঠাবেন তারপর সরাসরি ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে এগিয়ে গিয়ে অথবা সেলফিন অ্যাপ থেকে গোপন নাম্বার সহ প্রদত্ত তথ্যগুলো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। সেলফিন অ্যাপ থেকে গোপন নাম্বারের মাধ্যমে কিভাবে ঘরে বসে নিজে নিজে টাকা রিসিভ করতে হয় সেটির নিচে দেখিয়েছি।
ঘরে বসে নিজে নিজে সেলফিন অ্যাপের মাধ্যমে রেমিটেন্স রিসিভ করার জন্য প্রথমে সেলফিন অ্যাপে লগইন করে নিতে হবে। তারপর 'Receive Remittance' লেখার উপর ক্লিক করতে হবে।
এখন 'Sender's Name' বক্সে যে রেমিটেন্স পাঠিয়েছে তার নাম, 'Sender's Country' বক্সে 'Saudi Arabia', 'Sender's Mobile Number' বক্সে রেমিটেন্স প্রেরকের মোবাইল নাম্বার, 'Amount' বক্সে টাকার পরিমাণ, 'Remittance Pin' বক্সে গোপন নাম্বার এবং 'CellFin 6 Digit Pin' বক্সের সেলপিন অ্যাপের পিন লেখার পর 'Submit' বাটনের উপর ক্লিক করতে হবে।
'Submit' বাটনে ক্লিক করার পর আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার প্রদত্ত তথ্যগুলো ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট ব্রাঞ্চ থেকে যাচাই করা হবে এবং যাচাই শেষে আপনার ব্যালেন্সে টাকা যোগ করে দেওয়া হবে। সাধারণত ব্যাংকিং আওয়ারে রেমিট্যান্স রিসিভ করার প্রক্রিয়া যাচাইকরণে বেশি সময় লাগে না। কিন্তু নিয়ম অনুসারে, সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
সর্বশেষ কথা
২০২৫ সালে সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে আপনাদেরকে সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছি আজকের এই পোস্টে। আশা করি পোস্টে আপনাদের সকলের উপকারে এসেছে। প্রতি পোস্টটি উপকারে আসে তবে, পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন।