সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকেট বাতিল করার নিয়ম ২০২৫

সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকেট বাতিল করার নিয়ম ২০২৫
২০২৫ সালের সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করে টিকিটের টাকা ফেরত পাওয়ার নিয়ম দেখাবো আজকের আর্টিকেলে। তাই আপনারা যারা 'সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট টিকেট বাতিল (Cancel) করার নিয়ম 2025' সম্পর্কে জানতে জান তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকেট বাতিল করার নিয়ম ২০২৫

২০২৫ সালে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল (Cancel) করে টিকিটের টাকা ফেরত (Refund) পাওয়ার জন্য প্রথমে 'https://refund.saudiairlines.com/tkt/' এই ওয়েব পেইজটি ভিজিট করতে হবে।

সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকেট বাতিল করার নিয়ম ২০২৫

তারপর '065-' এর পরের ফাঁকা বক্সে সৌদি এয়ারলাইন্সের আপনার টিকিট নাম্বারটি লিখতে হবে '065' বাদে। এবং তারপরের 'Last Name' বক্সে আপনার নামের শেষ ওয়ার্ডটি লিখতে হবে। যেমন; আপনার নাম হয় 'Muhammad Nasir' তবে, আপনার 'Last Name' হবে 'Nasir'। টিকিট নাম্বার এবং লাস্ট নেম লেখার পরে New Request "fees apply" লেখার উপর ক্লিক করুন।

সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকেট বাতিল করার নিয়ম ২০২৫

সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকেট বাতিল করার নিয়ম ২০২৫

এখন সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটার সময় যেই মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে বলবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য 'Send Code' লেখার উপর ক্লিক করুন। তারপর ফাঁকা বক্সে প্রাপ্ত কোডটি বসিয়ে 'Verify' লেখার উপর ক্লিক করলেই মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে।

সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকেট বাতিল করার নিয়ম ২০২৫

তারপর আপনার সামনে উপরের ছবির মত 'Disclaimer' লেখা আসবে। এখন পরবর্তী পেইজে যাওয়ার জন্য 'Agree' লেখার উপর ক্লিক করতে হবে।

সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকেট বাতিল করার নিয়ম ২০২৫

এখন আপনি টিকিট নাম্বার, প্যাসেঞ্জারের নাম, বিমান ভাড়া (Total Fare), পেমেন্ট মেথড সহ টিকিটের যাবতীয় তথ্য দেখতে পারবেন। এখান থেকে 'Next' লেখার উপর ক্লিক করলেই আপনার কাজ শেষ এবং আপনি নিচের ছবির মত একটি উইন্ডো দেখতে পারবেন।

সৌদি এয়ারলাইন্স ফ্লাইট টিকেট বাতিল করার নিয়ম ২০২৫

আপনারা "Your request has been created successfully." এই কনফার্মেশন লেখাটি দেখার পরে আপনাদের ইমেইল এবং মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমেও কনফার্মেশন পাবেন।


মনে রাখবেন যে, সৌদি এয়ারলাইন্সে টিকিট বাতিল (Cancel) করার পর নির্দিষ্ট পরিমাণ 'জরিমানা ফি' কাটার পর বাকি অর্থ আপনাকে ফেরত দেওয়া হবে। আর হ্যাঁ, অর্থ ফেরত পাওয়ার জন্য কয়েকদিন সময় লাগতে পারে।

সৌদি এয়ারলাইন্সের টিকেট বাতিল করার পর অর্থ ফেরত পাওয়া সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে সৌদি এয়ারলাইন্স এর হেল্পলাইন বা কল সেন্টার নাম্বারে 920022222 (সৌদি আরব) যোগাযোগ করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন