সৌদি STC সিম থেকে বাংলাদেশের সিমে মোবাইল রিচার্জ বা টাকা ট্রান্সফার করার নিয়ম ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের STC সিম থেকে বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটরে/সিমে রিচার্জ বা টাকা ট্রান্সফার করার নিয়ম দেখানো হবে আজকের পোস্টে। সুতরাং, আপনারা যারা STC থেকে বাংলাদেশ মোবাইল রিচার্জ করার প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
STC সিম থেকে বাংলাদেশের যেকোনো সিমে মোবাইল রিচার্জ বা টাকা ট্রান্সফার করার নিয়ম ২০২৫
২০২৫ সালের নতুন নিয়মে, সৌদির STC সিম থেকে বাংলাদেশের যেকোনো সিমে মোবাইল রিচার্জ বা টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে *134# কোড ডায়াল করতে হবে। তারপর '3' লিখে 'Send' লেখার উপরে ক্লিক করতে হবে।
এখন কান্ট্রি সিলেক্ট করার জন্য আবারো '3' লিখে 'Send' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর কত টাকা রিচার্জ বা ট্রান্সফার চান সেটি সিলেক্ট করতে হবে। দেখানোর সুবিধার্থে আমরা ১০০ টাকা সিলেক্ট করবো, তাই ১০০ লেখার আগের সংখ্যা অর্থাৎ '1' লিখে 'Send' লেখার উপর ক্লিক করছি।
এখন STC সিম থেকে বাংলাদেশের যেই মোবাইল নাম্বারে রিচার্জ বা টাকা ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি লিখতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটি কান্ট্রি কোড সহ '+88018XXXXXXXX' এভাবে নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বার লেখার পর 'Send' লেখার উপর ক্লিক করলেই টাকা রিচার্জ হয়ে যাবে।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালে সৌদি STC সিম থেকে বাংলাদেশের সিমে মোবাইল রিচার্জ বা টাকা ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে আজকে ধাপে ধাপে বিস্তারিত ভাবে দেখিয়েছি। যদি পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তবে, পরিচিতদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করতে পারেন।






