কিভাবে STC সিমের এমবি, ব্যালেন্স, মিনিট, নাম্বার, অফার চেক করে দেখে ২০২৫

কিভাবে STC সিমের এমবি, ব্যালেন্স, মিনিট, নাম্বার, অফার চেক করে দেখে ২০২৫
২০২৫ সালে সৌদি আরবের এসটিসি (STC) সিমে কিভাবে এমবি, ব্যালেন্স, মিনিট, নাম্বার, অফার চেক করে দেখে তা সম্পর্কে আজকের পোস্টে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা সৌদি আরবের এসটিসি (STC) সিমের এমবি, ব্যালেন্স, মিনিট, নাম্বার, অফার চেক করার উপায় সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

২০২৫ সালে সৌদি আরবের এসটিসি (STC) বা সাওয়া সিমে এমবি (ইন্টারনেট) দেখার জন্য বা চেক করার জন্য মোবাইলের ডায়াল প্যাড থেকে *888*5# কোড ডায়াল করার পর উপরের ছবির মত স্ক্রিনে এমবি বা ডাটা প্যাক দেখতে পারবেন। আপনার অন্যান্য প্যাকেজও কেনা থাকে সেক্ষেত্রে পরবর্তী প্যাকেজের এমবি দেখতে ফাঁকা বক্সে '1' লিখে 'Send' বাটনে ক্লিক করতে হবে।

এসটিসি (STC) সিমে কোড ডায়াল করে ব্যালেন্স বা টাকা কিভাবে চেক করে 2025

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

২০২৫ সালে সৌদি আরবের এসটিসি (STC) বা সাওয়া সিমের একাউন্ট ব্যালেন্স (টাকা) চেক করে দেখার জন্য মোবাইলের ডায়াল প্যাড থেকে *166# কোড ডায়াল করতে হবে। তারপর আপনারা ব্যালেন্স (টাকা) এবং ব্যালেন্সের মেয়াদ সম্পর্কে দেখতে পারবেন।

কোড ডায়াল করে এসটিসি (STC) বা সাওয়া সিমের মিনিট চেক করে কিভাবে ২০২৫

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

২০২৫ সালে কোড ডায়াল করে এসটিসি (STC) বা সাওয়া সিমের মিনিট চেক কোন উপায় নাই। তবে, আপনারা '8888' লিখে '900' নাম্বারে এসএমএস পাঠালে ফিরতে এসএমএসে STC সিমের মিনিট দেখতে পারবেন। দেখুন আমাদের 'Weekly Bangladesh' মিনিট প্যাকেজটি কেন ছিল এবং '120' মিনিটের মধ্যে আর '88' মিনিট অব্যবহৃত রয়েছে।

কোড ডায়াল করে কিভাবে এসটিসি (STC) সিমের নাম্বার চেক দেখে ২০২৫

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

সৌদি সাওয়া সিম বা এসটিসি (STC) সিমের নাম্বার চেক করে দেখার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে *150# কোডটি ডায়াল করতে হবে। তারপর উপরের ছবির মত করে এসটিসি (STC) সিমের নাম্বার দেখা যাবে।

কিভাবে কোড ডায়াল করে এসটিসি (STC) সিমের অফার চেক করতে হয় ২০২৫

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

২০২৫ সালে সৌদির এসটিসি (STC) বা সাওয়া সিমের এমবি, মিনিট অফার চেক করতে ডায়াল প্যাড থেকে *888# কোড ডায়াল করতে হবে। এখন ৯ টি অফার দেখাবে। আপনারা যদি আরও অফার দেখতে চান তাহলে ফাঁকা বক্সে '99' লিখে 'Send' বাটনে ক্লিক করতে হবে।

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

সৌদি আরবের এসটিসি (STC) সিমে এমবি দেখার কোড বা এমবি কিভাবে চেক করে ২০২৫

আর এসটিসি (STC) সিমের যেকোনো অফার কিনতে অফারের আগে লেখা নাম্বারটি ফাঁকা বক্সে লিখে 'Send' বাটনে ক্লিক করতে হবে। আমরা '8. Sawa 100 / 4 weeks' অফারটি কিনবো তাই ফাঁকা বক্সে '8' লিখে 'Send' বাটনে ক্লিক করছি। তারপর প্যাকেজের বিস্তারিত দেখতে পারবেন। এখন '1' লিখে 'Send' বাটনে ক্লিক করলে প্যাকটি কেনা হয়ে যাবে।

সর্বশেষ কথা

২০২৫ সালে সৌদি আরবের কিভাবে এসটিসি (STC) বা সাওয়া সিমের এমবি, ব্যালেন্স, মিনিট, নাম্বার, অফার চেক করে দেখতে হয় সেই বিষয়ে সম্পর্কে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় বা সমস্যার সম্মুখীন হন তবে, কমেন্ট করে আমাদের লিখে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন