বিএমইটি (BMET) ম্যানপাওয়ার কার্ড বা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম ২০২৫
২০২৫ সালের নতুন উপায়ে বিএমইটি (BMET) ম্যানপাওয়ার স্মার্ট কার্ড বা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আজকে দেখানো হবে। তাই আপনারা যারা বিএমইটি (BMET) ম্যানপাওয়ার কার্ড বা বিএমইটি সার্টিফিকেট ডাউনলোড করার প্রক্রিয়ার ব্যাপারে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি করতে থাকুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমইটি (BMET) ম্যানপাওয়ার কার্ড বা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম ২০২৫
২০২৫ সালে অনলাইনে মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমইটি (BMET) কার্ড বা সার্টিফিকেট ডাউনলোড করতে প্রথমে "https://raims.oep.gov.bd/agency/login" এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিচে একটু স্ক্রল করে "Verify BMET EC Card" লেখা বাটনের উপর ক্লিক করতে হবে।
এখন উপরের বক্সে পাসপোর্ট নাম্বার এবং তার নিচের বক্সে ক্যাপচা কোড লেখার পর "Submit & Verify" বাটনের উপর ক্লিক করতে হবে। তারপর অটোমেটিক ভাবে বিএমইটি (BMET) ম্যানপাওয়ার কার্ড বা সার্টিফিকেট ডাউনলোড হওয়া শুরু হবে। মনে রাখবেন যে, ফিঙ্গার দেওয়ার পর বিএমইটি (BMET) কার্ড হতে ৭ থেকে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
সর্বশেষ কথা
২০২৫ সালের নতুন ভাবে অনলাইনে পাসপোর্ট এর মাধ্যমে বিএমইটি (BMET) ম্যানপাওয়ার কার্ড বা সার্টিফিকেট ডাউনলোড করার সহজ নিয়ম দেখানো হয়েছে আজকে পোস্টে। পোস্টটি ভালো লাগলে বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করে পরবর্তী পোস্ট লেখার জন্য আমাদের অনুপ্রাণিত করতে পারেন। ধন্যবাদ।



