আল রাজি ব্যাংক একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

আল রাজি ব্যাংক একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬
২০২৬ সালে সৌদি আরবের আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম পোস্টে দেখানো হবে আজকের এই পোস্টে। সুতরাং, আপনারা যারা আল রাজি ব্যাংকে একাউন্ট কিভাবে খুলে বা অ্যাকাউন্ট খোলার নিয়ম 2026 সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

২০২৬ সালে আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে নাফাত (Nafath) এর এবং আপনার ইকামায় থাকা একটি সিম কার্ডের। আপনাদের যাদের নাফাত অ্যাকাউন্ট নেই তারা 'নাফাত কিভাবে খুলতে হয় বা নাফাত অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২৬' টাইটেলের আমাদের উক্ত পোস্টটি দেখে খুব সহজে নাফাত অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

আর বলে রাখা ভালো যে; আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার জন্য অবশ্যই মোবাইলে 'Google Keyboard' ব্যবহার করতে হবে। যদি আপনার মোবাইলে 'Ridmik Keyboard' বা অন্য কোন কিবোর্ড ইন্সটল থাকে তবে, আপনারা AlRajhi Bank অ্যাপসে প্রবেশ করতে পারবেন না বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

নাফাত (Nafath) খোলা পর আল রাজি ব্যাংক একাউন্ট খুলতে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে 'AlRajhi Bank' অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর প্রয়োজনীয় পারমিশন দিয়ে অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর উপরের ডানদিকে 'Skip' লেখার উপর ট্যাপ করতে হবে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

এখন 'Become a member' লেখা বাটনের উপরে ক্লিক করতে হবে। তারপর 'Phone Number' বক্সে মোবাইল নাম্বার লিখতে হবে এবং তারপর 'National / Iqama ID' বক্সে ইকামা নাম্বার লিখে 'Next' বাটনে ক্লিক করতে হবে। আর মোবাইল নাম্বার লেখার ক্ষেত্রে '+966' বাদে লিখতে হবে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

মোবাইল নাম্বার ও ইকামা লেখার পর 'Next' বাটনে যখন ক্লিক করবেন তখন উপরের ছবির মত টার্মস এন্ড কন্ডিশন পেইজ দেখাবে সেখানে 'Select All' চেক মার্ক করার পর 'next' বাটনে ক্লিক করতে হবে। তারপর মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার জন্য প্রাপ্ত কোডটি ফাঁকা বক্সে লিখতে হবে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

এখন 'Profession' বক্সে পেশা বা কর্ম, 'Email' বক্সে ইমেইল এড্রেস, 'Primary Income Source' বক্সে আয়ের উৎস, 'Monthly Income' বক্সে মাসিক গড় ইনকাম লেখার পর 'Next' বাটনে ক্লিক করতে হবে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

এখন 'Nafath App' লেখার উপরের ট্যাপ করুন। তারপর 'Nafath Request Number is 88' এরকম একটি কোড থাকবে। ওই কোডটি মনে রাখতে হবে। আর হ্যাঁ, সবার জন্য কিন্তু আলাদা আলাদা কোড থাকবে। কোডটি মনে রেখে 'Open Nafath App' লেখার উপর ক্লিক করতে হবে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

এখন উপরের ছবির মত উইন্ডো ওপেন হবে সেখান থেকে 'Accept' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'Proceed' লেখার উপর ক্লিক করে পূর্বে দেখানো নাম্বারের উপর ট্যাপ করতে হবে। আমাদের কোডটি ছিল '88' তাই আমি এখন '88' নাম্বারের ওপর চাপছি।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

এখন নাফাত (Nafath) অ্যাপসের পিন টাইপ করার পর ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেস ভেরিফিকেশন করার জন্য ফেসটি (মুখমণ্ডল) স্ক্রিনের মাঝখানে রেখে উপরে দেখানো নিয়মে সেলফি তুলতে হবে। ফেস ভেরিফাই করার পর সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এখান থেকে 'Return to AlRajhi Bank' লেখার উপর ক্লিক করতে হবে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

এখন উপরে মত পেইজ ওপেন হবে, এখানে আপনার সৌদি আরবের ঠিকানা লিখতে হবে। ঠিকানা লেখার সময় Region, City, District, Street Name, ZIP Code, Building Number এই তথ্যগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা আমাদের ঠিকানা লেখার পর 'Next' বাটনে ক্লিক করছি। তারপর 'Marital Status' হিসাবে 'Married' সিলেক্ট করে 'Next' এ ক্লিক দিচ্ছি।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

তারপর জন্মস্থান হিসাবে 'Country' এর বক্সে 'Bangladesh' এবং 'City' এর বক্সে 'Dhaka' লিখে দিচ্ছি তারপর 'Next' বাটনের উপর ক্লিক করছি। আপনারা আপনাদের হোম ডিস্ট্রিক্ট যেখানে সেই জেলার নাম লিখে নিবেন। পরবর্তী পেইজে 'No' সিলেক্ট করে 'Next' বাটনের উপর ক্লিক করতে হবে। তারপর পরবর্তী পেইজে পুনরায় 'No' সিলেক্ট করে 'Next' বাটনে ক্লিক করতে হবে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

এখন আপনারা উপরের মত পেইজ দেখতে পারবেন। এখান থেকে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য 'Password' বক্সে যেকোনো একটি স্ট্রং (কঠিন) পাসওয়ার্ড লিখতে হবে এবং 'Repeat Password' বক্সে পুনরায় পাসওয়ার্ডটি লিখতে হবে। তারপর 'Confirm' বাটনের উপর ট্যাপ করতে হবে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

তারপর ডিজিটাল ডেবিট কার্ডের জন্য 'Enter your new PIN' এর ফাঁকা বক্সে একটি ৪ ডিজিটের কোড লিখতে হবে এবং পরবর্তী পেইজে পুনরায় ওই একই কোডটি লিখতে হবে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

এখান থেকে 'Later' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর আপনারা 'Your account successfully created and digital debit card is under process.' এরকম লেখা দেখতে পারবেন। আর এরকম লেখা দেখতে পারা মানে আপনার আল রাজি ব্যাংকের একাউন্টটি সফল ভাবে খোলা হয়েছে।

আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম ২০২৬

এখন 'View My Account' বাটনের উপর ক্লিক করার মাধ্যমে আল রাজি ব্যাংকের একাউন্ট ড্যাসবোর্ড এক্সেস করতে পারবেন। মনে রাখবেন, আল রাজি ব্যাংকের নিয়ম অনুসারে; নতুন একাউন্ট খোলার পর ৩০ দিনের মধ্যে সর্বনিম্ন একটি ট্রানজেকশন করতে হবে, নাহলে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা অন্যান্য রেস্ট্রিকশন আসতে পারে।

সর্বশেষ কথা

২০২৬ সালে আল রাজি ব্যাংকে একাউন্ট খোলার নতুন নিয়ম বা কিভাবে আল রাজি ব্যাংকে একাউন্ট খুলতে হয় সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে ধাপে ধাপে সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছি। তবে, কোন কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন