অনলাইনে ইতালি ভিসা স্ট্যাটাস চেক করার নিয়ম ২০২৫

অনলাইনে ইতালি ভিসা স্ট্যাটাস চেক করার নিয়ম ২০২৫

ইতালি ভিসা স্ট্যাটাস চেক ২০২৫

ইতালি ভিসা স্ট্যাটাস চেক ২০২৫

২০২৫ সালে ইতালি ভিসা আবেদন করার পর অনলাইনে ইতালির ভিসা স্ট্যাটাস চেক করতে প্রথমে "https://visa.vfsglobal.com/bgd/en/ita/track-application" এই ওয়েবপেজে যেতে হবে। তারপর উপরের ছবিতে মার্ক করা স্থানে বা "click here" লেখার উপরে ক্লিক করতে হবে।

ইতালি ভিসা স্ট্যাটাস চেক ২০২৫

এখন "Reference Number" এর ফাঁকা বক্সে রেফারেন্স নাম্বার লিখতে হবে এবং "Last Name" এর ফাঁকা বক্সে আপনার নামের শেষের অংশ লিখতে হবে। তারপর প্রদত্ত ক্যাপচা কোডটি ফাঁকা বক্সে লিখে "SUBMIT" বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ইতালি ভিসার আপডেট স্ট্যাটাস দেখতে পারবেন।

আপনাদের ইতালি ভিসা স্ট্যাটাস চেক করার ব্যাপারে কোনকিছু বুঝতে অসুবিধা হলে উপরের ছবিগুলো ভালোভাবে দেখে নিবেন। আর যদি কোন সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথা আমাদেরকে লিখে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন