নামজারি আবেদন চেক করার নিয়ম ২০২৫
নামজারি আবেদন চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে অনলাইনে নামজারি আবেদন চেক করার জন্য বা নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা জানতে প্রথমে "https://mutation.land.gov.bd/" এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর বিভাগ নির্বাচন করে নিচের ফাঁকা বক্সে আবেদন নাম্বার লিখে "খুঁজুন" বাটনের উপর ক্লিক করতে হবে।
এখন উপরের বক্সে জাতীয় পরিচয় পত্রের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এবং তারপরের ফাঁকা বক্সে যোগফল লিখে "খুঁজুন" বাটনের উপরে ক্লিক করতে হবে।
তারপর সবকিছু ঠিকঠাক থাকলে উপরের ছবির মত করে নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন।
আর নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পাওয়া পেইজের নিচে আপনারা "DCR ডাউনলোড", "খতিয়ান ডাউনলোড" বা "আবেদন প্রিন্ট" করার অপশন গুলো পেয়ে যাবেন।




