ইমু (imo) তে গ্রুপ খোলার নিয়ম বা কিভাবে গ্রুপ খুলে ২০২৫
২০২৫ সালে ইমু (imo) তে গ্রুপ খোলার নিয়ম বা কিভাবে গ্রুপ খুলে সেই ব্যাপারে আজকের পোস্টে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা ইমু (imo) তে গ্রুপ খোলার নিয়ম সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
আরো পড়ুন: ইমু (imo) এড বন্ধ করার নিয়ম ২০২৫
ইমু (imo) তে গ্রুপ খোলার নিয়ম বা কিভাবে গ্রুপ খুলে ২০২৫
২০২৫ সালে ইমু (imo) তে গ্রুপ খোলার জন্য প্রথমে 'imo' অ্যাপে প্রবেশ করতে হবে। তারপর হোম পেইজ থেকে উপরের ছবিতে দেখানো স্থানে ক্লিক করতে হবে। তারপর 'New Group' লেখার উপরে ক্লিক করতে হবে।
এখন 'Group Types' লেখার নিচে থেকে আপনি যদি প্রাইভেট গ্রুপ খুলতে চান সেক্ষেত্রে 'Private' সিলেক্ট করতে হবে। আর যদি পাবলিক গ্রুপ খুলতে চান তাহলে 'Public' সিলেক্ট করতে হবে।
তারপর যাকে যাকে গ্রুপে রাখতে চান তাকে তাকে সিলেক্ট করে টিক চিহ্নের উপরে ক্লিক করলেই গ্রুপ তৈরি হয়ে যাবে।
শেষ কথা
২০২৫ সালে ইমু (imo) তে গ্রুপ খোলার নিয়ম বা কিভাবে গ্রুপ খুলে সেই ব্যাপারে আজকের পোস্টে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার ব্যাপারে আমাদেরকে লিখে জানাতে পারে। আর পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।



