ইমু (imo) তে গ্রুপ বন্ধ করার নিয়ম ২০২৫

ইমু (imo) তে গ্রুপ বন্ধ করার নিয়ম ২০২৫
২০২৫ সালে ইমু (imo) তে গ্রুপ বন্ধ করার নিয়ম সম্পর্কে আজকের এই আর্টিকেলে দেখানো হবে। সুতরাং, আপনারা যারা 'ইমু (imo) তে গ্রুপ বন্ধ করে কিভাবে 2025' সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে দেখুন।

ইমু (imo) তে গ্রুপ বন্ধ করে কিভাবে 2025

ইমু (imo) তে গ্রুপ বন্ধ করে কিভাবে 2025

পরিচিত-অপরিচিত অনেকে আমাদেরকে বিভিন্ন ইমু গ্রুপে এড করে থাকে বা ভয়েস ক্লাব থেকে অনেক মেসেজ আসে! ২০২৫ সালের নতুন নিয়মে ইমু (imo) তে এসকল গ্রুপ বন্ধ করার জন্য ইমু হোম পেইজ থেকে '+' আইকনে ক্লিক করতে হবে। তারপর 'More' লেখার উপর ক্লিক করতে হবে।

ইমু (imo) তে গ্রুপ বন্ধ করে কিভাবে 2025

এখন 'Security & Privacy' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'Group' লেখার অপশনের উপর চাপ দিতে হবে। তারপর এখান থেকে 'Nobody' অপশনটি সিলেক্ট করে নিতে হবে।

ইমু (imo) তে গ্রুপ বন্ধ করে কিভাবে 2025

এই পর্যায়ে ব্যাকে এসে 'Method for Adding Me' অপশনটি ওপেন করে নিতে হবে। তারপর Private Group, Public Group, VoiceClub, People you may know এই অপশন গুলো বন্ধ করে দিতে হবে।

ইমু (imo) তে গ্রুপ বন্ধ করে কিভাবে 2025

তারপর ব্যাকে এসে 'Settings' অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে 'Functions' লেখার উপর ক্লিক করে 'VoiceClub' অপশনটি বন্ধ করে দিতে হবে।

ইমু (imo) তে গ্রুপ বন্ধ করে কিভাবে 2025

তারপর পুনরায় ব্যাকে এসে 'Notifications' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'VoiceClub' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'Allow Notifications' অপশনটি বন্ধ করে দিতে হবে।

ইমু (imo) তে গ্রুপ বন্ধ করে কিভাবে 2025

তারপর ব্যাকে এসে 'Friends' Activity' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর 'Allow Notifications' অপশন চালু থাকবে সেটিকে বন্ধ করে দিতে হবে।

উপরে আমরা আপনাদেরকে এতক্ষণ ইমু (imo) অ্যাপের যে সেটিংস গুলো দেখালাম সেগুলো যদি আপনারা ফলো করেন তবে, এখন থেকে আপনারা ইমু (imo) তে বিরক্তিকর কোন গ্রুপ দেখতে পারবেন না।

পরিশেষে কিছু কথা

২০২৫ সালের নতুন উপায়ে ইমু (imo) তে গ্রুপ বন্ধ করার নিয়ম বা কিভাবে ইমু গ্রুপ বন্ধ করে সেটি দেখিয়েছি আজকের এই আর্টিকেলে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, আপনার সমস্যার ব্যাপারে বিস্তারিত কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন