সৌদি মেডিকেল চেক করার নিয়ম ২০২৫

সৌদি মেডিকেল চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে পাসপোর্ট নাম্বার বা মেডিকেল স্লিপ নাম্বারের মাধ্যমে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম দেখানো হবে আজকের এই পোস্টে। সুতরাং, যারা অনলাইনের মাধ্যমে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট টেস্ট করতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

সৌদি মেডিকেল চেক করার নিয়ম ২০২৫

২০২৫ সালে অনলাইনে পাসপোর্টের মাধ্যমে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট (Saudi Medical Test) চেক করার জন্য প্রথমে 'https://wafid.com/medical-status-search/' এই ওয়েবসাইটে যেতে হবে।

সৌদি মেডিকেল চেক করার নিয়ম ২০২৫

এখন 'By Passport Number' লেখা সিলেক্ট করে 'Passport NO' এর নিচের ফাঁকা বক্সে পাসপোর্ট নাম্বার লিখতে হবে। তারপর 'Nationality' হিসেবে 'Bangladeshi' সিলেক্ট করে 'Check' লেখা বাটনের উপর ক্লিক করতে হবে।

সৌদি মেডিকেল চেক করার নিয়ম ২০২৫

আর যারা স্লিপ নাম্বারের মাধ্যমে মেডিকেল রিপোর্ট চেক করতে চান তারা উপর থেকে 'Wafid Slip Number' সিলেক্ট করে 'GCC slip NO' লেখার নিচের ফাঁকা বক্সে স্লিপ নাম্বার লিখুন। তারপর 'Check' লেখা বাটন এর উপর ক্লিক করুন।

যদি আপনারা মেডিকেল রিপোর্ট চেক করার পর 'FIT' লেখা দেখেন তাহলে বুঝবেন আপনারা মেডিকেল টেস্টের রিপোর্টে ফিট হয়েছেন। আর যদি 'UNFIT' লেখা দেখেন তাহলে বুঝবেন আপনারা মেডিকেল টেস্টের রিপোর্টে আনফিট হয়েছেন।

উপসংহার

২০২৫ সালে অনলাইনে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক/টেস্ট করার নিয়ম দেখানো হয়েছে আজকের এই পোস্টে। পোস্টটি ভালো লাগলে বন্ধু বা পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যেকোনো মন্তব্য বা পরামর্শের জন্য কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন