তাকামুল কি কন্টাকে করা যায় ২০২৫

তাকামুল কি কন্টাকে করা যায় ২০২৫
২০২৫ সালে তাকামুল সার্টিফিকেট কি কন্টাকে করা যায় সেই ব্যাপারে আজকে আর্টিকেলে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা তাকামুল কন্টাকে করা কি না সে ব্যাপারে জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

তাকামুল কি কন্টাকে করা যায় ২০২৫

২০২৫ সালে আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন যে, তাকামুল কি কন্টাকে করা যায়? বা যদি করা যায় সেক্ষেত্রে কন্টাকে তাকামুল সার্টিফিকেট করতে কত টাকা খরচ হবে? দেখুন বাংলাদেশের পরিপেক্ষিতে দালালের অভাব নাই! আর যেখানেই দালাল আছে সেখানেই কন্টাকের ব্যাপার স্যাপার চলে আসে।

কিন্তু আমি আপনাদের বলবো কোন কন্টাক্ট না করে বা দালালের পাল্লায় না পড়ে, আপনি যে কাজে সৌদি আরবে যেতে চান সে ব্যাপারে দক্ষ হয়ে তারপর তাকামুল পরীক্ষা দিন। আপনি যেই কাজে সৌদি আরবে যাবেন যদি আপনি সেই কাজে দক্ষ হন বা সেই কাজ সম্পর্কে জানেন তবে, তাকামুল পরীক্ষায় পাশ করা কোন ব্যাপারই না।

তাকামুল মূলত আপনার কাজের দক্ষতার সার্টিফিকেট বা দালিলিক প্রমাণপত্র। অর্থাৎ, আপনি যে কাজে যাবেন সেই কাজের উপরে আপনি যে আসলেই দক্ষ বা আপনি সেই কাজটি করতে পারেন সেটির প্রমাণপত্র হলো তাকামুল।


সুতরাং, আপনি যদি কাজ জানেন তবে, আপনার কোন কন্টাকে যেতে হবে না বা কোন দালাল ধরতে হবে না সরাসরি আপনি নিজের যোগ্যতাই পাস করতে পারবেন। আর আমরা কখনোই কোন অনৈতিক, অবৈধ পন্থাকে সমর্থন করি না!

তবে, আপনাদের জানার সুবিধার্থে বলে রাখছি যে; বর্তমানে যারা তাকামুল কন্টাকে করছেন তারা ব্যক্তি প্রতি ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা করে নিচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে কন্টাক্ট ছাড়া তাকামুল করতে খরচ হবে মাত্র ৫০ ডলার যা বাংলাদেশী টাকায় ৬,১০০ টাকা (টাকার মান কমবেশি হতে পারে)।

আপনারা যারা নিজে নিজে ঘরে বসে তাকামুল সার্টিফিকেটের রেজিস্ট্রেশন করতে চান তারা আমাদের 'তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম ২০২৫' শিরোনামের এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন। উক্ত আর্টিকেলে আমরা তাকামুল রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়েছে।

উপসংহার

২০২৫ সালে তাকামুল কি কন্টাকে করা যায় সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদানের চেষ্টা করা হয়েছে আজকের এই আর্টিকেলের মাধ্যমে। যদি আপনাদের কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন। আর আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন