মোবাইল দিয়ে সিংপাস (Singpass) একাউন্ট কিভাবে খুলবেন ২০২৫

মোবাইল দিয়ে সিংপাস (Singpass) একাউন্ট কিভাবে খুলবেন ২০২৫
২০২৫ সালে সিংপাস (Singpass) একাউন্ট কিভাবে খুলতে হয় সেই ব্যাপারে আজকের পোস্টে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা মোবাইল দিয়ে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করার নিয়ম সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

২০২৫ সালে অনলাইনে সিংপাস (Singpass) একাউন্ট খোলার জন্য বা রেজিস্টার করার জন্য প্রথমে আপনাদের পারমিট কার্ডের ডেট অফ ইস্যু বের করতে হবে। সেজন্য গুগল প্লে বা অ্যাপল স্টোর থেকে 'SGWorkPass' অ্যাপটি ডাউনলোড করতে হবে।

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

তারপর পারমিট কার্ডের QR কোড স্ক্যান করতে হবে। তারপর আপনার, ছবি দেখতে পারবেন। এখন 'Show Details' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে পারমিট কার্ডের ডেট অফ ইস্যু বের করতে হবে। নিরাপত্তার কারণে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাতে পারছি না!

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

তারপর 'https://www.singpass.gov.sg/' এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তারপর থ্রি লাইন মেনু থেকে 'Register for Singpass' লেখার উপর ক্লিক করতে হবে।

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

তারপর 'Full name' বক্সে কার্ড অনুসারে আপনার সম্পূর্ণ নাম, 'NRIC or FIN number' বক্সে পারমিট কার্ডের নাম্বার, 'Date of issue' বক্সে পারমিট কার্ডের ডেট অফ ইস্যু সেট করতে হবে।

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

তারপর রোবট/ক্যাপচা ভেরিফিকেশন করে '1 have read and agree to the Terms of Use' বক্সে টিক মার্ক করে 'Submit' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর নিচে একটু স্ক্রল করে সমস্ত তথ্য রিভিউ করার পর 'Proceed to set up account' বাটনে ক্লিক করতে হবে।

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

এখন উপরে ছবিতে দেখানো স্থানে সচল মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস লেখার পর 'Next' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর মোবাইল নাম্বারে একটি ওটিপি (OTP) কোড যাবে। ওটিপি কোড লিখে 'Next' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর ইমেইলে পাঠানো ওটিপি কোডটিও ভেরিফাই করে 'Next' বাটনে ক্লিক করতে হবে।

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

সবকিছু কমপ্লিট করার পর উপরের ছবির মত 'Success' মেসেজ দেখতে পারবেন। এখন 'Singpass' থেকে আপনার কাছে একটি লেটার পাঠানো হবে যেই লেটারে সিংপাসের ওয়ান টাইম পাসওয়ার্ড থাকবে। আর ওয়ান টাইম পাসওয়ার্ডের মেয়াদ থাকবে ৩০ দিন। লেটারটি আসতে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘন্টার মত সময় লেগে থাকে।

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

ওয়ান টাইম পাসওয়ার্ডের লেটার হাতে পাওয়ার পর 'Singpass' অ্যাপ ডাউনলোড করার পর 'Singpass ID' বক্সে NRIC/FIN নাম্বার লিখতে হবে। তারপর 'Password' বক্সে প্রাপ্ত লেটারে উল্লেখিত পাসওয়ার্ডটি লিখতে হবে।

কিভাবে সিংপাস (Singpass) একাউন্ট রেজিস্টার করতে হয় ২০২৫

তারপর 'New password' বক্সে নতুন পাসওয়ার্ড লিখতে হবে। তারপর 'Confirm new password' এর বক্সে পুনরায় একই পাসওয়ার্ড লিখতে হবে। তারপর 'Next' লেখার উপর ক্লিক করতে হবে। তারপর পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে, পরবর্তী ধাপগুলো দেখানো হয়নি।

উপসংহার

২০২৫ সালে মোবাইল দিয়ে সিংপাস (Singpass) একাউন্ট কিভাবে খুলতে হয় তা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি আজকের এই পোস্টে। যদি পোস্টটি আপনাদের ভালো লাগে তবে, এটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন