ফ্রিতে অনলাইনে সিঙ্গাপুর স্কিল সার্টিফিকেট চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে ফ্রিতে অনলাইনে সিঙ্গাপুর স্কিল সার্টিফিকেট চেক করার নিয়ম দেখানো হবে আজকের এই আর্টিকেলে। সুতরাং, আপনারা যারা সিঙ্গাপুর স্কিল সার্টিফিকেট চেক করার ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
সিঙ্গাপুর স্কিল সার্টিফিকেট চেক ২০২৫
২০২৫ সালের নতুন নিয়মে সম্পূর্ণ ফ্রীতে অনলাইনে সিঙ্গাপুর স্কিল সার্টিফিকেট চেক করার জন্য প্রথমে 'https://www.myskillsfuture.gov.sg/content/portal/en/foreigner/download-cert.html' এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর উপরে ডান দিক থেকে 'Login' লেখার উপর ক্লিক করতে হবে।
তারপর 'Singpass' লেখার উপরে ক্লিক করতে হবে। তারপর মোবাইলের 'Singpass' অ্যাপ থেকে QR কোড স্ক্যান করতে হবে। QR কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে 'myskillsfuture' ওয়েবসাইটের ড্যাসবোর্ড ওপেন হবে।
এখন নিচে একটু স্ক্রল করতে হবে তারপর 'View all' লেখার উপর চাপ দিতে হবে। তারপর আপনারা আপনাদের যেই সিঙ্গাপুর স্কিল সার্টিফিকেট চেক বা ডাউনলোড করতে চান তার ডান পাশে থাকা 'Download' লেখার উপর ক্লিক করলে সেই স্কিল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।
সর্বশেষ কথা
২০২৫ সালের নতুন নিয়মে অনলাইনে সিঙ্গাপুর স্কিল সার্টিফিকেট চেক করার উপায় দেখানো হয়েছে আজকের এই আর্টিকেলে। আপনাদের যদি কোন ব্যাপারে বুঝতে অসুবিধা হয় তবে, কমেন্টের মাধ্যমে সেই ব্যাপারে আমাদেরকে লিখে জানাতে পারেন।






