বাংলাদেশে শুল্ক ছাড়া কত ভরি স্বর্ণ আনা যায় ২০২৫
২০২৫ সালে বাংলাদেশে শুল্ক ছাড়া কত ভরি স্বর্ণ আনা যায় সেই বিষয়টি সম্পর্কে অনেকে জানতে চান। বর্তমান নিয়ম অনুসারে, বিদেশ থেকে বাংলাদেশে কোন প্রকার শুল্ক ছাড়া ৮.৫৭ ভরি (১০০ গ্রাম) স্বর্ণ আনা যায়। তবে, বাংলাদেশে শুল্ক ছাড়া সোনা আনতে হলে অবশ্যই সেটি স্বর্ণালঙ্কার বা তৈরিকৃত গহনা হতে হবে।
আরো পড়ুন: বিদেশ থেকে কি কি আনা যাবে ২০২৫
আপনারা যদি বিদেশ থেকে বাংলাদেশে স্বর্ণবার বা স্বর্ণপিন্ড আনতে চান তবে, অবশ্যই সেটির জন্য আপনাকে শুল্ক দিতে হবে। বর্তমান নিয়মে, শুল্ক ছাড়া স্বর্ণবার বা স্বর্ণপিন্ড আনা যাবে না। তবে, শুল্ক প্রদানের মাধ্যমে সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১ ভরি (তোলা) স্বর্ণবার/স্বর্ণপিন্ড আনা যাবে।
স্বর্ণবার বা স্বর্ণপিন্ড আনার ক্ষেত্রে প্রতি ভরির জন্য আপনাদের ৫,০০০ টাকা শুল্ক (Tariff) দিতে হবে বাংলাদেশ সরকারকে। সুতরাং, যারা শুল্ক ছাড়া বিদেশ থেকে বাংলাদেশে স্বর্ণ আনতে চান তারা অবশ্যই স্বর্ণালঙ্কার (তৈরিকৃত গণনা) নিয়ে আসবেন আর সর্বোচ্চ ওজন হতে হবে ১০০ গ্রাম।