২০২৫ সালে আবসার পাসওয়ার্ড পরিবর্তন (পাসওয়ার্ড রিসেট) করার নিয়ম

২০২৫ সালে আবসার পাসওয়ার্ড পরিবর্তন (পাসওয়ার্ড রিসেট) করার নিয়ম
২০২৫ সালে কিভাবে আবসার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন (Absher password reset) করতে হয় সেটি আজকের পোস্টে দেখাবো। তাই আপনারা যারা আবসার পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয় সেটি সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

আবসার পাসওয়ার্ড পরিবর্তন (পাসওয়ার্ড রিসেট) করার উপায় ২০২৫

২০২৫ সালে সবচেয়ে সহজ ভাবে আবসার পাসওয়ার্ড পরিবর্তন (পাসওয়ার্ড রিসেট) করার জন্য প্রথমে https://www.absher.sa/wps/portal/individuals/static/resetpassword/ এই ওয়েব পেজটি ভিজিট করতে হবে।

আবসার পাসওয়ার্ড পরিবর্তন (পাসওয়ার্ড রিসেট) করার উপায় ২০২৫

তারপর 'ID Number' এর বক্সে আপনার ইকামা নাম্বার, 'Mobile number' এর বক্সে আপনার মোবাইল নাম্বার, 'Image Code' এর বক্সে উপরে থাকা ক্যাপচা কোডটি লিখতে হবে। তারপর 'Next' বাটনে ক্লিক করুন।

আবসার পাসওয়ার্ড পরিবর্তন (পাসওয়ার্ড রিসেট) করার উপায় ২০২৫

তারপর আপনার সামনে উপরের মত পেইজ শো করবে। এখন 'Select one' এর উপর ট্যাপ করে 'Passport Number' সিলেক্ট করুন এবং 'Answer' এর বক্সে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখে 'Next' বাটনে ক্লিক করুন।

আবসার পাসওয়ার্ড পরিবর্তন (পাসওয়ার্ড রিসেট) করার উপায় ২০২৫

তারপর MOI.GOV.SA থেকে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি (OTP) আসবে। ফাঁকা বক্সে কোডটি বসানোর পর 'Ok' বাটলার উপর ক্লিক করুন।

আবসার পাসওয়ার্ড পরিবর্তন (পাসওয়ার্ড রিসেট) করার উপায় ২০২৫

এখন 'New Password' ইনবক্সে একটি পাসওয়ার্ড লিখুন এবং 'Confirm Password' এর বক্সে পুনরায় পাসওয়ার্ডটি লিখে 'Ok' বাটনের উপর ক্লিক করুন। মনে রাখবেন, অবশ্যই পাসওয়ার্ডটি ৮ অক্ষরের বেশি হতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে আপার কেস লোয়ার কেস এবং সংখ্যা থাকতে হবে।

আবসার পাসওয়ার্ড পরিবর্তন (পাসওয়ার্ড রিসেট) করার উপায় ২০২৫

তারপর সবকিছু ঠিকঠাক থাকলে 'The password has been changed successfully' এরকম লেখা দেখতে পারবেন এবং এই লেখাটির মানে আপনার আবসার একাউন্টের পাসওয়ার্ডটি (Absher reset password) সফল ভাবে পরিবর্তন বা চেঞ্জ হয়েছে।

উপসংহার

২০২৫ সালে আবসার একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন সেটি সম্পর্কে আজকে আপনাদের সহজ ভাবে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি পোস্টটি থেকে আপনারা উপকৃত হতে পারবেন। আপনাদের যদি কোনকিছু বুঝতে অসুবিধা হয় তবে, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন