২০২৫ সালের নতুন নিয়মে আবসার (Absher) একাউন্ট খোলার উপায়
২০২৫ সালে কোন প্রকার ফিঙ্গার ছাড়া সম্পূর্ণ নতুন নিয়মে আবসার একাউন্ট খোলার উপায় সম্পর্কে আজকের আর্টিকেল আলোচনা করা হবে। তাই আপনারা যারা Absher একাউন্ট খোলার নিয়ম 2025 সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
আবসার (Absher) একাউন্ট খোলার নিয়ম ২০২৫
আবসার (Absher) একাউন্ট খোলার জন্য প্রথমে https://www.absher.sa/wps/portal/individuals/static/register/ এই ওয়েবসাইটে যেতে হবে।
তারপর 'ID/Iqama/Border Number' এর ঘরে আপনার আকামা নাম্বার, আইডি নাম্বার বা বর্ডার নাম্বার দিতে হবে। 'Mobile Number' এর ঘরে আপনার মোবাইল নাম্বার লিখুন, 'Email' এরপরে ইমেইল এড্রেস লিখুন, 'Username' এর ঘরে একটি ইউনিক ইউজারনেম লিখুন (যেমন: Anik123)। অবশ্যই ইউজারনেম ইউনিক হতে হবে বা কারো সাথে মিল থাকা যাবে না।
তারপর 'Password' এর ঘরি একটি কঠিন পাসওয়ার্ড লিখুন। পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন ৮ অক্ষরের হতে হবে। পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই আপার কেস, লোয়ার কেস এবং সংখ্যা থাকতে হবে। (যেমন: Anik1234 বা Anik@1234)। পাসওয়ার্ড লেখার পর 'Password Confirmation' এর ঘরে একই পাসওয়ার্ডটি পুনরায় লিখতে হবে।
তারপর আপনার 'Preferred Language' থেকে আপনার পছন্দের ভাষা নির্বাচন করে নিন। আপনার পছন্দের ভাষা আরবি হলে 'Arabic' এবং ইংরেজি হলে 'English' সিলেক্ট করুন। তারপর 'Image Code' এর ফাঁকা বক্সে পাশে থাকা ক্যাপচাটি লিখুন। মনে রাখবেন, সকলের জন্য ভিন্ন ভিন্ন ক্যাপচা থাকবে।
তারপর, সবকিছু দেওয়া হলে 'I have read and accept the Terms of Use and Privacy Policy.' এখানে চেকমার্ক করে 'Next' বাটন লেখার উপর ক্লিক করুন। 'Next' বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি OTP কোড যাবে। OTP কোড দেওয়ার পর 'Register' লেখার উপর ক্লিক করতে হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনার আবসার (Absher) একাউন্ট সঠিক রেজিস্ট্রেশন করা হয়ে যাবে এবং উপরের ছবির মত পেজ শো করবে। তবে, এখনই কিন্তু কাজ শেষ নয়!
আবসার (Absher) রেজিস্ট্রেশন করার পর গুগলে প্লে বা অ্যাপেল স্টোর থেকে 'NAFATH' অ্যাপটি ইন্সটল করতে হবে। 'NAFATH' অ্যাপ ওপেন করার পর পারমিশনগুলো দিতে নিবেন। তারপর সেটিংস আইকনে ক্লিক করে ভাষা হিসাবে 'English' নির্বাচন করে নিবেন।
এখন 'Absher self service services' লেখার উপরে ক্লিক করুন এবং তারপর 'Activate your national digital identity' উপরের ট্যাপ করুন।
তারপর আপনাকে লগইন করতে বলবে, এখন আপনার আবসার (Absher) একাউন্টের আকামা নাম্বার এবং আপনি যেই পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেটি দিয়ে 'Next' লেখার উপরে ক্লিক করুন। নোট: মাঝে মাঝে সার্ভারে ডাউন থাকার কারণে কিছু error দেখাতে পারে, তাই একবারে না হলে কয়েকবার চেষ্টা করুন।
আবসার আইডি, পাসওয়ার্ড দিয়ে 'Next'-এ ক্লিক করার পর আপনার নাম্বারে আবার OTP যাবে। কোডটি বসিয়ে 'Next' লেখার উপরে ক্লিক করুন।
তারপর আপনার জন্ম তারিখ (Date of Birth) দিতে হবে। প্রথম ঘরে আপনার জন্মের তারিখ দিতে হবে, দ্বিতীয় ঘরে জন্ম মাস দিতে হবে এবং তৃতীয় ঘরে বছর/সাল দিতে হবে। জন্ম তারিখ বসানোর পর 'Next' বাটনে ক্লিক করবেন।
এই পর্যায়ে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেস ভেরিফিকেশন করার পর সবকিছু ঠিকঠাক থাকলে 'Your Absher account has been successfully activated - Check after 10 minutes' এরকম একটি পেইজে নিয়ে যাবে। এখন 'finish' লেখার উপরের ক্লিক করুন।
আনুমানিক ১০ মিনিট পরে https://www.absher.sa/wps/portal/individuals/Home/homepublic/ এই ওয়েব পেইজে গিয়ে আকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবসার লগইন করুন। তারপর মোবাইলে ওটিপি কোড যাবে সেটি লিখুন।
তারপর আপনাকে 'Welcome' পেইজে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তথ্যগুলো যাচাই করে 'Ok' লেখার উপরে ক্লিক করুন।
'Ok' লেখার উপরে ক্লিক করার পর আপনি আবসার (Absher) ড্যাসবোর্ডে যেতে পারবেন। এখন আবসার (Absher) এর সব সার্ভিসের এক্সেস পেতে ওয়েবসাইটের 'থ্রি লাইন' মেনু থেকে 'Logout' করে পুনরায় 'Log in' করুন।
এই মূহুর্তে আপনারা চাইলে আবসার ওয়েবসাইট বা Absher App থেকে লগইন করতে পারবেন। এবং আবসার (Absher) এর সকল ই-সার্ভিস (সুযোগ-সুবিধা) গ্রহণ করতে পারবেন।
পরিশেষে কিছু কথা
২০২৫ সালের নতুন নিয়ম আবসার (Absher) একাউন্ট খোলার সহজ উপায় আজকের আর্টিকেলে আপনাদের সাথে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি আবসার (Absher) একাউন্ট খুলতে কোন সমস্যা হয় বা আবসার (Absher) একাউন্ট সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তবে, কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন।