সৌদি আরবে স্কিল টেস্ট কি | সৌদি আরবে স্কিল টেস্ট ফি কত ২০২৫

সৌদি আরবে স্কিল টেস্ট কি | সৌদি আরবে স্কিল টেস্ট ফি কত ২০২৫
সৌদি আরবে স্কিল টেস্ট কি এবং সৌদি আরবে স্কিল টেস্ট ফি কত ২০২৫ এই দুটি বিষয় আজকের পোস্টে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা ২০২৫ সালে সৌদি আরবে স্কিল টেস্ট কি এবং সৌদি আরবে স্কিল টেস্ট ফি কত সেই বিষয়দুটি সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।

সৌদি আরবে স্কিল টেস্ট কি

সৌদি আরবে স্কিল টেস্ট কি | সৌদি আরবে স্কিল টেস্ট ফি কত ২০২৫
সৌদি আরবের 'SVP' বা পূর্ণরূপ স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (Skill Verification Program) এর মাধ্যমে সাধারণত সৌদি আরব স্কিল টেস্ট করা হয়ে থাকে এবং পরীক্ষার পর পাস করলে উক্ত সংস্থা থেকে কাজের দক্ষতার প্রমাণপত্র (সনদপত্র) বা সার্টিফিকেট দেওয়া হয়। আর এই সার্টিফিকেটকে বলা হয়; তাকামল সার্টিফিকেট।


বর্তমানে ২/৩ ধাপে সৌদি আরবের এই স্কিল টেস্ট করা হয় এবং টেস্টে পাস করার পর কাজের যোগ্যতার প্রমাণপত্র বা সার্টিফিকেট প্রদান করা হয়। সৌদি আরব স্কিল টেস্টের সনদ (তাকামুল সার্টিফিকেট) পেতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে পেমেন্ট করার পর এপয়েন্টমেন্ট বুকিং করে পরীক্ষা দিতে হবে।

তারপর সেই পরীক্ষায় পাস করলে মিলবে তাকামুল সার্টিফিকেট। কিভাবে সৌদি আরবের 'তাকামুল সার্টিফিকেট' পাবেন বা স্কিল টেস্টের জন্য এপয়েন্টমেন্ট বুকিং করবেন সেটি জানতে 'তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম ২০২৫' টাইটেলের আমাদের এই পোস্টটি পড়ে নিন।

সৌদি আরবে স্কিল টেস্ট ফি কত ২০২৫

২০২৫ সালে সৌদি আরবে স্কিল টেস্ট বা তাকামুল সার্টিফিকেটের জন্য এপয়েন্টমেন্ট বুকিং (Test Ticket) ফি হলো; ৫০ ডলার ($50 USD)। সৌদি স্কিল টেস্টের জন্য এই ফি আপনাকে এপয়েন্টমেন্ট বুকিং করার সময় পেমেন্ট করতে হবে। এপয়েন্টমেন্ট বুকিং করার পর আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষায় পাশ করার পর তাকামুল সার্টিফিকেট পাবেন।

সর্বশেষ কথা

সৌদি আরবে স্কিল টেস্ট কি – সৌদি আরবে স্কিল টেস্ট ফি কত ২০২৫ সম্পর্কে আজকের এই পোস্টে তথ্য প্রদানের চেষ্টা করেছি। আশা করি, পোস্টটি আপনাদের উপকারে এসেছে। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, অবশ্যই আমাদের কমেন্ট করে লিখে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url




আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন