আকামা নাম্বার দিয়ে সিম চেক করার নিয়ম ২০২৫
২০২৫ সালে আপনার আকামা (ইকামা) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে সেটি দেখার সহজ উপায়/নিয়ম দেখাবো আজকের পোস্টে। তাই আপনারা যারা আপনার সৌদি ইকামাতে (Iqama) কতটি সিম নিবন্ধিত আছে সেটি চেক করতে চান সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন।
আকামা (Iqama) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে সেটি চেক করে দেখার নিয়ম ২০২৫
২০২৫ সালে আপনার আকামা (ইকামা) দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি চেক দেখার জন্য প্রথমে https://mutasilind.cst.gov.sa/Arqami/Inquiry এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা আরবিতে ওপেন হবে সুতরাং, আরবি ভাষা থেকে ইংরেজি করতে থ্রি ডট মেনু থেকে 'Translate' অপশনের উপর ক্লিক পেইজটি ট্রান্সলেট করে নিন।
তারপর একটু স্ক্রল করে 'ID number' এর ফাঁকা বক্সে আপনার ইকামা নাম্বার, 'date of birth' এর বক্সে আপনার জন্ম তারিখ, মাস, সাল লিখুন। 'Do you have a mobile phone number?' এর নিচের 'Yes' বক্সে টিকমার্ক করুন। তারপর 'Mobile phone number' এর বক্সে ০ সহ আপনার যেকোনো একটি মোবাইল নাম্বার লিখুন। তারপর নিচের ক্যাপচা কোডটি পাশের ফাঁকা বক্সে বসে 'inquiry' বাটনে ক্লিক করুন।
তারপর আপনার নাম্বার একটি OTP কোড যাবে। ফাঁকা বক্সে ওটিপি কোডটি বসিয়ে 'Agree' লেখার উপর ক্লিক করতে হবে। এখন আপনারা 'Inquiry Result' এর নিচে 'Total Numbers' অপশনে দেখতে পারবেন আপনার ইকামায় কতগুলো সিম রেজিস্ট্রেশন আছে। এছাড়াও, সিমের নাম্বার, অপারেটর, বর্তমান ব্যবহৃত প্যাকেজ সহ অন্যান্য তথ্যও দেখা যাবে।
উপসংহার
২০২৫ সালে সৌদি আরবের আকামা (ইকামা) নাম্বারের মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে সেটি চেক দেখার নিয়ম সম্পর্কে আজকে সহজ ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় বা কোন ধরনের সমস্যার সম্মুখীন হন তবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।