২০২৫ সালে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের হুরুব চেক করার নিয়ম
হুরুব কি | হুরুব মারলে কি হয় | হুরুব কেটে কাফালা হওয়ার সুযোগ ২০২৫ সেই বিষয়গুলো সম্পর্কে পূর্বের আর্টিকেলে কথা বলেছিলাম। আজকের আর্টিকেল কথা বলবো ২০২৫ সালে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের হুরুব চেক করার নিয়ম সম্পর্কে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের হুরুব চেক করার নিয়ম 2025
২০২৫ সালে কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের হুরুব চেক করা যায় সেটি সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি হুরুব চেক করতে প্রথমে https://www.mol.gov.sa/services/inquiry/nonsaudiempinquiry.aspx এই ওয়েব পেজটি ভিজিট করুন।
ওয়েব পেইজটিতে ভিজিট করার পর সেটি আরবি (Arabia) ভাষায় ওপেন হবে। আরবি ভাষা থেকে ওয়েব পেইজটি ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য ব্রাউজারের থ্রি ডট মেনু থেকে 'Translate' লেখার উপর ক্লিক করুন।
ওয়েব পেজটি ট্রান্সলেট করার পর 'PASSPORT NUMBER' অপশনে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন, 'NATIONALITY' হিসাবে Bangladesh সিলেক্ট করুন, তারপর 'VERIFICATION CODE' এর ঘরে ক্যাপচা কোড বসিয়ে 'research' বাটনের উপর ক্লিক করুন।
এখন আপনি আপনার সাথে 'হুরুব' এর স্ট্যাটাস দেখতে পারবেন। যদি 'Worker status' এর নিচে 'Absent from work' লেখা থাকলে বুঝবেন হুরুব লেগেছে। 'On the job' লেখা থাকলে বুঝবেন হুরুব লাগেনি এবং কোন সমস্যা নেই। যদি 'Final exit' লেখা থাকে তবে, বুঝবেন আপনার ফাইনাল এক্সিট ইস্যু হয়েছে এবং আপনাকে দেশে চলে যেতে যেতে হবে।
শেষ কথা
আজকের এই আর্টিকেলে ২০২৫ সালে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি হুরুব চেক করার নিয়ম সম্পর্কে আপনাদের সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি 'হুরুব' সম্পর্কিত অন্য কোন প্রশ্ন থাকে তবে, কমেন্টের মাধ্যমে আমাদের জিজ্ঞাসা করতে পারেন।