হুরুব থাকলে কিভাবে দেশে যাবো ২০২৫
২০২৫ সালে আপনার আকামায় হুরুব থাকলে কিভাবে দেশে যাবেন সেটি সম্পর্কে আজকের এই পোস্টে আলোচনা করা হবে। সুতরাং, আপনারা যারা হুরুব থাকলে কিভাবে দেশে যাওয়া যায় সেটি সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
হুরুব থাকলে কিভাবে দেশে যাবো ২০২৫
২০২৫ সালে যদি আপনাদের আকামায় হুরুব লাগলে আপনার খুব সহজেই দেশে যেতে পারবেন। হুরুব থাকা অবস্থায় দেশে যাওয়ার জন্য প্রথমে আপনাকে জেদ্দা কনসুলেট বা রিয়াদ এম্বাসি থেকে আউটপাশের পেপার (ফরম) নিবেন এবং সেটি পূরণ করবেন।
তারপর ঐ ফরমটি আপনার কফিলের 'মক্তব আমেল' যেখানে ছিল সেখানে গিয়ে গিয়ে জমা দিবেন। আপনি যদি না জানেন আপনার কফিলের মক্তব আমেল কোন এলাকায় ছিল তাহলে এই বিষয়ে একটু খোঁজ নিয়ে দেখবেন।
আপনি যখন আউটপাশের পেপারটি 'মক্তব আমেল' তখন তারা আপনাকে দ্বিতীয় একটি ডেট দেবে। যদি সবকিছু ঠিক থাকে তবে, দ্বিতীয় ডেটে গেলে তারা আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেবে।
এছাড়াও, আপনারা একই কাজটি রিয়াদ এম্বাসি বা জেদ্দা কনসুলেটের মাধ্যমেও করতে পারেন। তবে, এম্বাসি বা কনসুলেটের মাধ্যমে এক্সিট করাতে গেলে একটু সময় লাগবে।
আপনার যদি সময় না থাকে বা আপনি এসব বিষয়ে তত পারদর্শী না হন তাহলে কনসুলেট বা এম্বাসির মাধ্যমেও এক্সিট করাতে পারেন। জেদ্দা কনসুলেট বা রিয়াদ এম্বাসির মাধ্যমে এক্সিট করাতে হলে আপনাকে আউটপাশের পূরণকৃত পেপারটি (ফরম) সেখানে জমা দিতে হবে।
তারপর এম্বাসি সেটি আপনার কফিলের 'মক্তব আমেল' পাঠাবে এবং এক্সিট লাগলে তারা আপনাকে জানাবে। আপনি যদি হুরুব থাকা অবস্থায় দ্রুততম সময়ে দেশে যেতে চান তবে, আপনি সরাসরি নিজে গিয়ে মক্তব আমেলে আউট পাশে পেপারটি জমা দিবেন।
আরো পড়ুন: হুরুব চেক করার নিয়ম ২০২৫
উপসংহার
২০২৫ সালে হুরুব থাকলে কিভাবে বাংলাদেশে যেতে হয় সেটি সম্পর্কে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি এই বিষয়ে কোন কিছু বুঝতে অসুবিধা হয় বা কোন সমস্যায় পড়েন তবে, অবশ্যই সেই বিষয়ে আমাদের কমেন্ট করে লিখে জানাবেন।